বসিরহাট: সন্দেশখালিতে (Sandeshkhali) শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) ডেরাতেই অস্থায়ী শিবির খুলল সিবিআই ( CBI Camp )। লোকসভা ভোটের (LokSabha Election 2024) মধ্যেই সন্দেশখালিতে নতুন করে আন্দোলন শুরু হয়েছে। এক মহিলা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও একাধিক অভিযোগ উঠে এসেছে। গত কয়েকদিন ধরে সন্দেশখালির বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই এর আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের তদন্ত চলছে। তদন্তের গতি ত্বরান্বিত করতে ও এলাকার মানুষদের সুবিধার্থে ধামাখালিতে শিবির খুলেছে সিবিআই (CBI)।
সূত্রের খবর, শুক্রবার থেকেই ক্যাম্প তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিবিআই ক্যাম্পে নিরাপত্তা দেওয়ার জন্য ২ প্লেটুন সিআরপিএফ মোতায়েন করবে স্বরাষ্ট্রমন্ত্রক। এতদিন জমি দখল সংক্রান্ত অভিযোগ করতে গ্রামের মানুষকে কলকাতায় নিজাম প্যালেসে আসতে হত কিংবা ই-মেল করতে হত। যেটা সন্দেশখালির মানুষের পক্ষে যথেষ্ট সমস্যার ছিল। তাই সন্দেশখালিতে ক্যাম্প করল সিবিআই।
আরও পড়ুন:জলকষ্টের সমস্যায় ২৫০ থেকে ৩০০ পরিবার
প্রসঙ্গত, ফের ধর্ষণের অভিযোগে উত্তপ্ত সন্দেশখালি। এক সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠায় নতুন করে এফআইআর দায়ের হয়েছে বৃহস্পতিবার। দিলীপ মল্লিক এবং সৈকত দাস নামে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
দেখুন ভিডিও