Friday, October 10, 2025
HomeScrollইলন মাস্কের সন্তানদের সঙ্গে মোদির খুনসুটি, উপহার দিলেন বই

ইলন মাস্কের সন্তানদের সঙ্গে মোদির খুনসুটি, উপহার দিলেন বই

ওয়েব ডেস্ক: টেসলা কর্তা ইলন মাস্কের সঙ্গে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খুনসুটি ভড়া ছবি আসে সামনে। ইলন মাস্কদের বাচ্চাদের ‘কোলে’ নিয়ে বৈঠক করলেন মোদি।

গতকাল ভারতীয় সময় আরাইটের কিছু পরে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হয় মোদির। আর বৈঠক শেষে ইলন মাস্কের সন্তানদের উপহার দিলেন নরেন্দ্র মোদি। কী সেই উপহার?

আরও পড়ুন: বাণিজ্য থেকে জেট চুক্তি, মোদি-ট্রাম্প সাক্ষাতের ফসল কী কী?

ভারতীয় সংস্কৃতিতে বই একটি বড় অংশ। আমাদের ঐতিহ্য বহণ করে বই। আর সেই কথাকেই মাথায় রেখে নরেন্দ্র মোদি ইলন মাস্কের সন্তানদের দিলেন তিনটি বই উপহার। তালিকায় রয়েছে-
রবিন্দ্রনাথ ঠাকুরের “দ্য ক্রিসেন্ট মুন”, দ্য গ্রেট আর কে নারায়ণ সংগ্রহ এবং পন্ডিত বিষ্ণু শর্মার ” পঞ্চতন্ত্র”।

বৈঠকের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন একগুচ্ছ ছবি। যেখানে দেখা যাচ্ছে মাস্কের সন্তানরা মোদির উপহার দেওয়ার বই পড়ছেন। পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, “মিস্টার ইলন মাস্কের পরিবারের সাথে দেখা করা এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলাও আনন্দের ছিল”।

দেখুন অন্য খবর

Read More

Latest News