Monday, September 1, 2025
HomeScrollরাজ্যের সীমা পুনর্বিন্যাসের জন্য কেন্দ্রীয় সরকারকে তিন মাসের সুপ্রিম নোটিস

রাজ্যের সীমা পুনর্বিন্যাসের জন্য কেন্দ্রীয় সরকারকে তিন মাসের সুপ্রিম নোটিস

নয়া দিল্লি: উত্তর পূর্বাঞ্চলের চারটি রাজ্যের সীমা পুনর্বিন্যাসের জন্য কেন্দ্রীয় সরকারকে তিন মাসের সময়সীমা সুপ্রিম কোর্টের (Supreme Court)। মূলত, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড সহ (Nagaland) মণিপুর ও আসামের (Assam) সীমা পুনর্বিন্যাসের জন্য এখনও পর্যন্ত কী পদক্ষেপ করা হয়েছে, তা কেন্দ্রকে জানাতে সুপ্রিম নির্দেশ। থমকে থাকা পুনর্বিন্যাসের কাজ ২০২০ সালে রাষ্ট্রপতির নির্দেশের পর শুরু করা সম্ভব। মন্তব্য আদালতের।

জনপ্রতিনিধিত্ব আইনের ৮(ক) ধারা অনুযায়ী, ওই চার রাজ্যের সংসদীয় ও বিধানসভা কেন্দ্রগুলির সীমা পুনর্বিন্যাস হওয়ার কথা। সেই সূত্রে এর আগে নির্বাচন কমিশনের কাছে এই প্রসঙ্গে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছিল আদালত।

আরও পড়ুন: মার্চেই সম্পন্ন হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ওই রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে রাষ্ট্রপতি যদি মনে করেন সেখানে এই পুনর্বিন্যাসের কাজ করা সম্ভব, তাহলে আগের নির্দেশ তিনি প্রত্যাহার করতেই পারেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষে এই কাজ করা সম্ভব। অভিমত আদালতের।

প্রসঙ্গত, ২০২০ সালের 28 ফেব্রুয়ারি রাষ্ট্রপতির নির্দেশে উত্তর পূর্বাঞ্চলের ওই চারটি রাজ্যে সীমা পূনর্বিন্যাসের সবুজ সংকেত দান। সেই মতো ২০২০ সালের ৬ মার্চ কেন্দ্র দ্বারা ডিলিমিটেশন কমিশন গঠন। যে কমিশন দ্বারা জম্মু ও কাশ্মীর আসাম অরুণাচল প্রদেশ মনিপুর এবং নাগাল্যান্ডে সীমা পুনর্বিন্যাসের কাজ হওয়ার কথা। কিন্তু জম্মু ও কাশ্মীর ছাড়া বাকি চার রাজ্যে সেই কাজ কেন হয়নি? এমন প্রশ্নে মামলা।

দেখুন আরও খবর:

Read More

Latest News