ওয়েব ডেস্ক: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে(Priyanka Chopra) একটি বিশেষ অনুষ্ঠানে তার স্বামী নিক জোনাসের(Nick Jonas) পারফরম্যান্সের(Performance) আগে আবেগঘন মুহূর্তে। প্রিয়াঙ্কা মঞ্চে নিককে চুম্বন করেন(kisses)। জোনাস ব্রাদার্স যখন মঞ্চে অনুষ্ঠান করছিলেন, তখন প্রিয়াঙ্কাকে উৎসাহের সাথে নাচতে এবং গান গাইতে দেখা যায়।
প্রিয়াঙ্কা চোপড়া তার স্বামী নিক জোনাসের সাউন্ড চেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জোনাস ব্রাদার্স – কেভিন, জো এবং নিকের ২০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলোতে দেখা যায়, প্রিয়াঙ্কা অনুষ্ঠানের আগে নিককে চুম্বন ও আলিঙ্গন করছেন এবং মঞ্চের পেছনে দাঁড়িয়ে তাদের পারফরম্যান্স উপভোগ করছেন।
একটি ছবিতে নিক ও প্রিয়াঙ্কাকে হাতে হাত ধরে অনুষ্ঠানে প্রবেশ করতে দেখা যায়। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় নিক ভক্তদের উদ্দেশে হাত নাড়েন। নিক একটি সাদা টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ম্যাচিং প্যান্ট ও জুতা পরেছিলেন। অন্যদিকে, প্রিয়াঙ্কা একটি সাদা টপ এবং ডেনিম জ্যাকেট ও প্যান্ট পরেছিলেন। জোনাস ব্রাদার্স – কেভিন, নিক ও জো একসাথে ছবি তোলেন।
ভিডিওতে দেখা যায়, জোনাস ব্রাদার্স যখন মঞ্চে পারফর্ম করছিলেন, তখন প্রিয়াঙ্কা মঞ্চের একপাশে দাঁড়িয়ে ছিলেন। তাদের পরিবেশনার সময় প্রিয়াঙ্কাকে নাচতে, গান গাইতে এবং উল্লাস করতে দেখা যায়। আরেকটি ভিডিওতে নিক, কেভিন, জো, প্রিয়াঙ্কা ও ড্যানিয়েল জোনাসকে মঞ্চে একসাথে দেখা যায়। ভিডিওতে প্রিয়াঙ্কাকে নিককে চুম্বন ও আলিঙ্গন করতে দেখা যায়। এই অনুষ্ঠানে কেভিন ও নিককে নিউ জার্সি হল অফ ফেমে সম্মানিত করা হয়।
সম্প্রতি, প্রিয়াঙ্কা নিকের ব্রডওয়ে শো “দ্য লাস্ট ফাইভ ইয়ার্স”-এও উপস্থিত ছিলেন। হাডসন থিয়েটারের ছবি পোস্ট করে তিনি ইনস্টাগ্রামে লেখেন, “গত রাতে যা দেখলাম তা এখনও আমার মনে গেঁথে আছে। অনুষ্ঠানটি ছিল অসাধারণ, এবং তারা দুজনেই অসাধারণ প্রতিভাবান।”
কর্মক্ষেত্রে, প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে পরিচালক এসএস রাজামৌলির সাথে তার প্রথম কাজ ‘SSMB 29’-এর শুটিং করছেন। এছাড়াও, তার ওয়েব সিরিজ ‘সিটাডেল ২’, ‘হেডস অফ স্টেট’ ও ‘দ্য ব্লাফ’র কাজ চলছে।