Friday, August 22, 2025
HomeScrollপাকিস্তানে আক্রান্ত হিন্দু মন্ত্রী, নিন্দা শেহবাজ শরিফের

পাকিস্তানে আক্রান্ত হিন্দু মন্ত্রী, নিন্দা শেহবাজ শরিফের

ওয়েবডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ভবেশচন্দ্র রায়ের খুনের কথা শনিবারই প্রকাশ্যে এসেছে। এবার পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু মন্ত্রীর (Hindu Minister) উপর হামলার অভিযোগ উঠল। সিন্ধ প্রদেশের থাট্টা জেলায় খেয়াল দাস কোহিস্তানির (Kheal Das Kohistani) গাড়িতে হামলা হয়েছে। তবে তিনি রক্ষা পেয়েছেন। এই ঘটনার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ ঘটনার নিন্দা করেছেন। তিনি দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। পাকিস্তানে সংখ্যালঘুরা বরবারই নির্যাতনের শিকার। বেশিরভাগ সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টানকে ধর্মান্তরণ করতে বাধ্য হতে হয়েছে। সিন্ধ প্রদেশে হিন্দুরা একটি অংশ রয়েছে। সেখানে নিরাপত্তার মধ্যে থাকা একজন মন্ত্রীর গাড়িতে হামলা হল তা নিয়ে প্রশ্ন উঠছে। ক্যানালের জল নিয়ে বিক্ষোভ হচ্ছিল। সেসময় পাশ দিয়ে মন্ত্রীর গাড়ি যাচ্ছিল। তখন আলু, টমেটো ছোড়া হয়। হামলা করা হয়।

কোহিন্তানি শাসক পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের সাংসদ। তিনি সিন্ধ প্রদেশের জামশোরো জেলার বাসিন্দা। ২০১৮ সালের পর ২০২৪ সালে তিনি ফের সাংসদ হয়েছেন। ওই ঘটনায় পাকিস্তান সরকার স্থানীয় পুলিসের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন।

আরও পড়ুন: ইস্টার উপলক্ষে পুতিনের যু*দ্ধবিরতির ঘোষণাকে সন্দেহের চোখেই দেখছে কিয়েভ

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বেড়েছে। মহম্মদ ইউনুস সরকারের আমলে কট্টরপন্থীদের বাড়বাড়ন্ত হয়েছে। বেড়েছে পাকিস্তানের সক্রিয়তাও। পাকিস্তানের মদতেই কট্টরপন্থীরা তাণ্ডব চালাচ্ছে। নির্যাতন বাড়ছে সংখ্যালঘু হিন্দুদের উপর।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News