Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশ, চার বছরে সর্বনিম্ন

ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশ, চার বছরে সর্বনিম্ন

ওয়েব ডেস্ক: কখনও বলা হচ্ছে ভারত (India) অর্থনীতিতে (Economy) জাপানকে (Japan) ছাড়িয়ে গিয়েছে। কখনও বলা হচ্ছে জার্মানিকে পিছনে ফেলা শুধু সময়ের অপেক্ষা। দ্রুত বিশ্বের তৃতীয় অর্থনীতির পথে ভারত। অথচ পরিসংখ্যান অনুযায়ী এবছর দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার গত চার বছরে সব থেকে কমল। শুক্রবার কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস থেকে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে ২০২৪-২৫ বছরে ভারতের আর্থিক বৃদ্ধির (Economic Growth) হার হয়েছে ৬.৫ শতাংশ হারে। গত বছরের চেয়েও এই বৃদ্ধির হার কম। করোনা কাটিয়ে ওঠার বছরগুলিতে এর চেয়ে বেশি হারে বৃদ্ধি হয়েছে।

তবে বছরের গড়ে জিডিপি বৃদ্ধি ৬.৫ শতাংশ হলেও শেষ ত্রৈমাসিকে বৃদ্ধি হয়েছে ৭.৪ শতাংশ। তবে গত বছর শেষ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি হয়েছিল ৮.৪ শতাংশ। তবে দাবি করা হচ্ছে, এই পরিসংখ্যানেও ভারত এখনও বিশ্বের সবচেয়ে দ্রুত গতির অর্থনীতি। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড জানিয়েছে এবছরের মধ্যে অর্থনীতির বহরে ভারত জাপানকে ছাপিয়ে যাবে। ভারতের অর্থনীতি হবে ৪.১৮ ট্রিলিয়ন ডলার।
সবচেয়ে বেশি বেড়েছে নির্মাণ ক্ষেত্রে। সেখানে জিডিপি বৃদ্ধির হার ৯.৪ শতাংশ। তার মধ্যে এই সেক্টরে শেষ ত্রৈমাসিকে বৃদ্ধির হার ১০.৮ শতাংশ।

আরও পড়ুন: চার টুকরো হয়ে যেত পাকিস্তান, দাবি রাজনাথ সিং-র

এখন জিডিপির ৫৫ শতাংশ হচ্ছে সার্ভিস সেক্টরের। বিশ্বে আর্থিক অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের অর্থনীতি ভালো জায়গায়। অর্থনীতির ভাষায় ‘গ্রস ফিক্সড ক্যাপিট্যাল ফর্মেশন’ জিডিপির ৩০ শতাংশে দাঁড়িয়ে রয়েছে। ‘প্রাইভেট কনজাম্পশন’ বেড়েছে। যা অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News