Monday, October 6, 2025
spot_img
Homeভোট চলাকালীনই দেখা যাবে লাইভ আপডেট, সিদ্ধান্ত কমিশনের

ভোট চলাকালীনই দেখা যাবে লাইভ আপডেট, সিদ্ধান্ত কমিশনের

কলকাতা: ভুয়ো ভোটার কার্ড (Fake Voter Card) ইস্যুতে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। ভুয়ো ভোটার, ভোট কারচুপি এবং ভোটদানে স্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ আসতে থাকায় অবশেষে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission) । সূত্রের খবর, আগামী নির্বাচন থেকেই রিয়েল টাইমে (Real Time Voting Rate) ভোটদানের হার প্রকাশ করবে কমিশন। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নির্বাচন ঘিরে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

নির্বাচন কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে, এবার থেকে ভোট চলাকালীন প্রতি দুই ঘণ্টা অন্তর ভোটদানের হারের আপডেট দেওয়া হবে। সূত্রের খবর, নির্বাচন কমিশনের ECINET অ্যাপে প্রতি দু’ ঘণ্টা অন্তর প্রিসাইডিং অফিসাররা সরাসরি ভোটদানের হার আপলোড করবেন। নির্বাচন শেষের প্রত্যেকটি কেন্দ্রভিত্তিক ভোটদানের হার আপলোড করা হবে। এতে করে রিয়েল টাইমে জানা যাবে কোন কেন্দ্র বা বুথে কত শতাংশ ভোট পড়েছে। তবে পোলিং এজেন্টদের ফর্ম 17C দেওয়ার নিয়ম অপরিবর্তিত থাকছে। প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচনের পর এবং হরিয়ানা, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পরেই ভোটদানের হার প্রকাশ নিয়ে সরব হয়েছিল কংগ্রেস সহ বিরোধীরা। অন্যদিকে ভুয়ো ভোটার নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল তৃণমূল কংগ্রেসও। তা নিয়ে রাজনৈতিক তরজা এখনও চলছে।

আরও পড়ুন:পাকযোগে ফের গ্রেফতার ইউটিউবার, জ‍্যোতির সঙ্গে কি লিঙ্ক?

অন্য খবর দেখুন

Read More

Latest News