Wednesday, September 24, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeচিন্নাস্বামী কাণ্ডে বিরাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের, এবার কী হবে

চিন্নাস্বামী কাণ্ডে বিরাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের, এবার কী হবে

ওয়েব ডেস্ক: প্রথম আইপিএল (IPL 2025) খেতাব জেতার পর বেঙ্গালুরুতে ট্রফি প্যারেড করেছিল আরসিবি (RCB)। চিন্নাস্বামী স্টেডিয়ামে হয়েছিল সেলিব্রেশন। মুহূর্তের মধ্যে আনন্দ বদলে যায় কান্নায়। সেখানেই ঘটে গিয়েছে অপ্রীতিকর ঘটনা। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ১১ জন মারা গিয়েছেন। আহত অসংখ্য। তারই জেরে বিরাট কোহলির (Virat Kohli) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। কাবন পার্ক থানায় অভিযোগ বিরাট কোহলির বিরুদ্ধে। এ দিন সকালেই নিখিল সোসালে নামের এক আরসিবি কর্মীকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।

কর্নাটকের শিবামোগ্গা এলাকার বাসিন্দা এইচএম ভেঙ্কটেশ কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যিনি একজন স্থানীয় সমাজকর্মী। এই ঘটনায় আগেই যে মামলা দায়ের হয়েছে, তার সঙ্গেই এই অভিযোগকে যুক্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর তদন্তে পুরো বিষয়টিই খতিয়ে দেখা হবে বলে।

আরও পড়ুন: এফআইআর চ্যালেঞ্জ করে হাইকোর্টে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন

প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৭ বছরের প্রথমবার আইপিএল ট্রফি জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পুলিশের অনুমতি না মেলায় সেদিন হুড খোলা বাসে সেলিব্রেশনের আয়োজন বাতিল হলেও সেদিনই চিন্নাস্বামীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দু’লক্ষেরও বেশি মানুষ স্টেডিয়ামের বাইরে জমায়েত করেন। স্টেডিয়ামে যখন সেলিব্রেশন চলছিল বাইরে তখন পদপিষ্টের ঘটনায় ১১ জন প্রাণ হারান। আহত হন ৬৭-রও বেশি। প্রায় পাঁচ হাজার নিরাপত্তারক্ষীর উপস্থিতিতেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। গোটা ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই কাঠগড়ায় আরসিবি কর্তৃপক্ষও। বিরাটকে নিয়েও কেউ কেউ অভিযোগ তুলেছেন। তাঁদের বক্তব্য, বিরাট কেন এই বিষয় নিয়ে মুখ খুললেন না। এরপর শুক্রবার বিরাটের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল।

দেখুন ভিডিও 

YouTube player
Read More

Latest News