Saturday, November 22, 2025
Homeপ্রতিবাদ, সংঘর্ষ, টিয়ার গ্যাস! কেন অশান্ত লস অ্যাঞ্জেলস?

প্রতিবাদ, সংঘর্ষ, টিয়ার গ্যাস! কেন অশান্ত লস অ্যাঞ্জেলস?

ওয়েব ডেস্ক: অবৈধ অভিবাসীদের (Illegal Immigrants) বিরুদ্ধে ফেডারেল নিরাপত্তা বাহিনীর (Federal Forces) অভিযানকে ঘিরে ফের উত্তপ্ত আমেরিকা (USA)। টানা দ্বিতীয় দিন রণক্ষেত্র পরিস্থিতি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে। শুক্রবারের পর শনিবারও, সংঘর্ষ ও প্রতিবাদের (Protest) জেরে অশান্তি ছড়ায় প্যারামাউন্ট এলাকায়। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ফেডারেল নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছুড়তে হয় নিরাপত্তারক্ষীদের।

অভিযোগ, প্রায় এক হাজার বিক্ষোভকারী এদিন একটি ফেডারেল ভবনে হামলা চালায়। ‘কোনও মানুষই অবৈধ নয়’- এই স্লোগানে চলছিল প্রতিবাদ। ঘটনায় এখনও পর্যন্ত ৪৪ জনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের সীমান্ত নীতি বিষয়ক প্রধান টম হোমান জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় লস অ্যাঞ্জেলসে মোতায়েন করা হচ্ছে ন্যাশনাল গার্ডের ২ হাজার সদস্যকে।

আরও পড়ুন: ভরা সভায় প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুলি! হুলুস্থুল কলম্বিয়ায়

এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার সরব হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ট্রুথ প্ল্যাটফর্মে তিনি লেখেন, “যদি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এবং লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস তাঁদের দায়িত্ব পালন করতে না পারেন— যা সবাই জানে যে তাঁরা পারবেন না— তাহলে ফেডারেল সরকার হস্তক্ষেপ করবে। দাঙ্গাকারী ও লুটেরাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

উল্লেখ্য, ট্রাম্পের আমলে জোরদার হয়েছিল অভিবাসন বিরোধী নীতি। সেই ধারা বজায় রেখে বর্তমান প্রশাসন অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। চলতি বছরের ১১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে ‘দ্য এলিয়েন রেজিস্ট্রেশন রিকোয়ায়ারমেন্ট’ আইন, যার আওতায় অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News