ওয়েবডেস্ক- চিকিৎসার গাফিলতিতে (Medical negligence) রোগীর মৃত্যু। উত্তেজনা বাঁকড়ার একটি নার্সিংহোমে। স্থানীয় বাসিন্দারা ভাঙচুর চালায় ওই নার্সিংহোমে। বাঁকড়া ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সূত্রপাত, বুধবার রাত দশটা নাগাদ। বাঁকড়া (Bankra) মুন্সীডাঙ্গা শেখ পাড়ার বাসিন্দা টিনা বেগম (৩২) কে পেটের অসহ্য যন্ত্রণা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি করেন বাড়ির লোকেরা।
তার শ্বশুরবাড়ি হুগলির ডানকুনিতে। টিনার বাড়ির লোকের অভিযোগ যখন তাকে ওখানে নিয়ে আসা হয় তখন তাকে চিকিৎসক যন্ত্রণা বন্ধের একটি ইঞ্জেকশন দেয়। তারপর রোগীর অবস্থার দ্রুত অবনতি হয়। রাত পৌনে বারোটা নাগাদ মারা যায় ওই মহিলা।
আরও পড়ুন- ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা, বাইকে আগুন, আক্রান্ত পুলিশ
মৃত্যুর খবর চাউর হতে এলাকার বাসিন্দারা ভিড় জমায় ওই নার্সিংহোমে। তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ। টেবিল, চেয়ার, আসবাবপত্র, সিসিটিভির এবং চিকিৎসার যন্ত্রপাতি কোন কিছুই বাদ যায়নি বাসিন্দাদের ক্ষোভের আঁচ থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ এবং র্যাফ। পুলিশ কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার বাসিন্দাদের অভিযোগ এর আগেও ওই নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে অনেকের মৃত্যু হয়েছে।
ভাঙচুরের সময় চিকিৎসক এবং অন্যান্য কর্মীরা পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার তদন্ত করছে পুলিশ।
দেখুন আরও খবর-