ওয়েব ডেস্ক : কমিশনের বিরুদ্ধে ‘ভোটচুরি’র অভিযোগ এনেছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই দাবির নিরপেক্ষ তদন্ত করতে এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হল জনস্বার্থ মামলা। জানা গিয়েছে, রোহিত পাণ্ডে নামে এক আইনজীবী এই মামলা করেছেন। তিনি দাবি করেছেন, এই অভিযোগ খতিয়ে দেখতে শীর্ষ আদালতের প্রাক্তন কোনও বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হোক।
মামলাকারী দাবি করেছেন, যতদিন না কংগ্রেস সাংসদের সমস্ত অভিযোগ নিয়ে নিরপেক্ষ তদন্ত হচ্ছে, ততদিন পর্যন্ত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) বন্ধ রাখা হোক। এই অভিযোগুলির নিরপেক্ষ তদন্তের জন্য সিট গঠন করার দাবি জানিয়েছেন ওই মামলাকারী।
প্রসঙ্গত, গত ৭ অগাস্ট রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, বিজেপি নির্বাচন কমিশনের (Election Commission) সাহায্যে ‘ভোটচুরি’ করেছে। ২০২৪ সালের বহু আসনে এই ভোট চুরি হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। রাহুল গান্ধী (Rahul Gandhi) দাবি করেছিলেন, বিজেপি ও নির্বাচন কমিশন কর্ণাটকের একটি কেন্দ্রে ভোটার তালিকায় কারচুপি করেছিল। এই সব অভিযোগ নিয়ে গত রবিবার, ১৭ অগাস্ট ভোটমুখী বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেন কংগ্রেস সাংসদ। তবে সেদিনই রাহুলের অভিযোগের জবাব দেওয়ার জন্য একটি সাংবাদিক বৈঠক করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য লোকসভার বিরোধী দলনেতাকে তুলোধনা করেন।
অন্যদিকে, সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। সেই কারণে গোটা রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু করেছিল নির্বাচন কমিশন। গত ১ অগাস্ট সেই সংশোধনের খসড়া তালিকা প্রকাশ করে কমিশন। তাতে দেখা যায়, ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ৬৫ লক্ষ মানুষ। এর পরেই বিরোধীরা কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, বিজেপি কমিশেনর মাধ্যমে ‘ভোটচুরি’ করেছে। সেই অভিযোগেরই নিরপেক্ষতা খতিয়ে দেখতেই এবার শীর্ষ আদালতে দায়ের হল জনস্বার্থ মামলা।
দেখুন অন্য খবর :