Friday, August 1, 2025
HomeScrollভারতে বন্ধ রয়টার্সের এক্স হ্যান্ডেল! পিছনে রয়েছে কি রাজনৈতিক কারণ?
Reuters

ভারতে বন্ধ রয়টার্সের এক্স হ্যান্ডেল! পিছনে রয়েছে কি রাজনৈতিক কারণ?

আইনি কারণ, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট!

Follow Us :

ওয়েব ডেস্ক : ভারতে বন্ধ হল রয়টার্সের (Reuters) এক্স হ্যান্ডেল। রবিবার দুপুরে আচমকাই বন্ধ করে দেওয়া হয় রয়টার্সের এক্স অ্যাকাউন্ট ((Reuters X Account)। সংবাদ সংস্থার এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, আইনি কারণে এই অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। তবে রয়টার্সের এক্স হ্যান্ডেল বন্ধের পিছনে তাদের কোনও হাত নেই বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

মূলত, অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর ভারত একাধিক এক্স অ্যাকাউন্ট বন্ধ করার জন্য এক্স কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিল কেন্দ্র। তবে সেই সময় অন্যান্য অনেক অ্যাকাউন্ট খোলা থাকলেও সক্রিয় ছিল ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের (Reuters) এক্স হ্যান্ডেল। তবে এত দিন পর বন্ধ করে দেওয়া হল সংবাদসংস্থার সামাজিক হ্যান্ডেল। কিন্তু কেন? তা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে নানান মহলে। এর পিছনে রাজনৈতিকগত কিছু কারণ থাকতে পারেও বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও খবর :

তবে রবিবার অ্যাকাউন্ট বন্ধ হতেই এর পিছনে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তার পরেই কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সংবাদসংস্থা রয়টার্সের ((Reuters)) এক্স হ্যান্ডেল বন্ধ করার কোনও নির্দেশ দেওয়া হয়নি। এ বিষয়ে এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। কেটে গিয়েছে দীর্ঘসময়, কিন্তু এখনও রয়টার্সের এক্স অ্যাকাউন্টটি বন্ধ রয়েছে।

সূত্রের খবর, কেন্দ্রের চাপেই রয়টার্সের (Reuters) এক্স হ্যান্ডেল বন্ধ করতে বাধ্য হয়েছে এক্স। মূলত বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় রয়টার্স। শাসকদলের বিরুদ্ধে খবর করার জন্য বন্ধ করা হয়েছে এই অ্যাকাউন্ট? এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। প্রশ্ন উঠছে, শাসকদলের বিরুদ্ধে খবর করার কারণেই সেন্সরশিপ বসানো হল সংবাদসংস্থা রয়টার্সের এক্স হ্যান্ডেলে? অবশ্য এ নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি সংবাদসংস্থা রয়টার্সের তরফ থেকে। তবে শোনা যাচ্ছে, আবার দ্রুত চালু হতে পারে রয়টার্সের সমস্ত অ্যাকাউন্ট।

দেখুন অন্য খবর :

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39