ওয়েব ডেস্ক: দেশজুড়ে হু-হু করে বড়ছে সাইবার প্রতারণার (Cyber Fraud) ঘটনা। অল্প টাকার বিনিময়ে বাজারে বিক্রি হচ্ছে নাগরিকদের মোবাইল নম্বর, ইমেল আইডি, আধার, ভোটার কার্ডের নম্বরসহ সংবেদনশীল তথ্য। এমনকি, কারও বার্ষিক আয়ের পরিমাণ, বিমা সংক্রান্ত তথ্য ও নমিনির নামও সহজেই হাতিয়ে নিচ্ছে প্রতারকেরা। এই পরিস্থিতিতে নতুন বিপদ হিসেবে উঠে এসেছে ‘প্যান ২.০ স্ক্যাম’ (PAN 2.0 Scam), যা নিয়ে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ।
কী এই ‘প্যান ২.০ স্ক্যাম’?
প্রতারকেরা ভুয়ো ইমেল পাঠিয়ে আয়কর দফতরের ওয়েবসাইটের নকল লিঙ্ক (Phishing Link) সরবরাহ করছে। ওই লিঙ্কে ক্লিক করলেই গ্রাহকের প্যান ও আধারের নম্বর, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও চলে যাচ্ছে হ্যাকারদের (Hacker) হাতে। দাবি করা হচ্ছে, পুরনো প্যান নতুন ‘প্যান ২.০’-তে আপডেট না করলে তা বাতিল হয়ে যাবে। এই ভয় দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে প্রতারকেরা।
আরও পড়ুন: অগাস্ট থেকে UPI পেমেন্টের কী কী নিয়ম বদলাচ্ছে? জেনে নিন
কীভাবে বাঁচবেন এই প্রতারণা থেকে?
- অচেনা আইডি থেকে আসা কোনও লিঙ্কে ক্লিক করবেন না। যতই আকর্ষণীয় প্রলোভন দেখানো হোক না কেন, অজানা উৎসের ইমেল এড়িয়ে চলুন।
- সরকারি দফতর কোনও ব্যক্তিগত তথ্য চেয়ে ইমেল পাঠায় না। প্যান বা আধার আপডেটের নামে আসা মেল অবশ্যই ভুয়ো।
- ‘ই-প্যান ডাউনলোড’-এর লিঙ্কে ক্লিক করা বিপজ্জনক। এই ধরনের লিঙ্কে ‘ম্যালওয়্যার’ থাকে, যা আপনার ডিভাইস ও ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
- সরকারি ইমেলের ‘ডোমেন’ সবসময় .in, .gov.in বা .nic.in দিয়ে শেষ হয়। অন্য ডোমেন হলে সেটি ভুয়ো।
- ‘ওয়েবসাইটের ইউআরএল’ চেক করুন। যদি ‘https’ না থেকে শুধু ‘http’ থাকে, বুঝবেন সেটি নিরাপদ নয়।
- ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ চালু রাখুন। এটি আপনার ইমেল ও অন্যান্য অ্যাকাউন্টের নিরাপত্তা অনেকটাই বাড়াবে।
দেখুন আরও খবর: