নদিয়া: নদিয়ার (Nadia) গয়েশপুর (Goyeshpur) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই ওয়ার্ডের বাসিন্দা নারায়ণ চন্দ্র দাসের বাড়িতে হঠাৎ আগুন লাগে। প্রথমে স্থানীয় বাসিন্দারা ধোঁয়া দেখে ছুটে আসেন এবং সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। বহু প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে গুরুতর আহত হন বাড়ির গৃহকর্ত্রী, যাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নারায়ণ বাবুর অভিযোগ, আগুনে তার বাড়ির দোকানের সমস্ত সামগ্রী ও একটি স্কুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে তিনি বড়সড় ক্ষতির মুখে পড়েছেন।
আরও পড়ুন: নদিয়া জেলার ৪৪৬টি রাস্তা সংস্কারে উদ্যোগী জেলা প্রশাসন
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান গয়েশপুর পৌরসভার পৌরপতি সুকান্ত চ্যাটার্জি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং পরে হাসপাতালে গিয়ে আহত গৃহবধূর খোঁজ নেন। এ ছাড়াও, স্থানীয় কাউন্সিলর মানিক পাল ও গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এই অগ্নিকাণ্ডে গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। তবে কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।
দেখুন আরও খবর: