Wednesday, September 24, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollজল পুরোপুরি না নামা পর্যন্ত রাস্তার লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত পুরসভার 
Kolkata

জল পুরোপুরি না নামা পর্যন্ত রাস্তার লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত পুরসভার 

নাগরিক সুরক্ষার কথা মাথায় রেখে এই পদক্ষেপ

কলকাতা: এখনও শহরের একাংশে জলমগ্ন পরিস্থিতি। তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে আসছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা। যদিও, এই দুর্যোগ পরিস্থিতিতে প্রাণ হারিয়েছেন অনেকে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১০ জনের। পুরসভার তরফে বারবার বলা হয়েছে, বিদ্যুতের খুঁটিতে হাত না দিতে। তবে, নাগরিক সুরক্ষার কথা ভেবে সমস্ত পথবাতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিধাননগর পুরসভা।

শহর জুড়ে মঙ্গলবার সকাল থেকে নেমে আসে ভয়াবহ দুর্যোগ। সোমবার রাতের বৃষ্টিতে কার্যত গৃহবন্দী হয়ে ওঠে শহরবাসী। স্কুল কলেজ অফিস যাত্রীদের পোহাতে হয়েছে একরাশ ভোগান্তি। মৃত্যুও হয়েছে অনেকের। এরই মধ্যে নাগরিক সুরক্ষার দিকে নজর দিয়ে পুরোপুরি জল না নামা পর্যন্ত বন্ধ রাখা হবে রাস্তার আলো। এমনই সিদ্ধান্ত বিধাননগর পুরসভার।

আরও পড়ুন: প্রকৃতির রোষের বলি, বাড়ছে বিদ্যুৎস্পৃষ্টে মৃতের সংখ্যা

আর কোনও প্রাণহানী বা দুর্ঘটনা এড়াতে রাস্তার আলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর পুরসভা। জরুরি বৈঠক ডেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, আগামিকাল আবহাওয়ার পরিস্থিতি হিসেবে পরবর্তী পদক্ষেপ নেবে পুরনিগম।

দেখুন খবর: 

Read More

Latest News