গয়েরকাটা: ভুটানের (Bhutan) পাহাড়ি জলে ক্ষতিগ্রস্ত গয়েরকাটার (Goyerkata) এশিয়ান হাইওয়ে-৪৮ নং সড়কের ওপর থাকা আংরাভাসা সেতু। সেতুর মেরামতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এশিয়ান হাইওয়ে-৪৮ কর্তৃপক্ষের দ্বারা। তবে সেতুর মেরামতের কাজকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি পরিদর্শনে এসে জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী অভিযোগ তুলেছেন যে, সেতুর মেরামতের কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ ও খামতি (North Bengal News)।
আরও পড়ুন: রাজ্য জুড়ে শুরু হল বৃত্তি পরীক্ষা
সীমা চৌধুরীর মতে, “যদি সেতুর মেরামত যথাযথভাবে না হয়, তবে পরবর্তীতে দুর্ঘটনার আশঙ্কা থেকে যাতায়াতকারী সাধারণ মানুষ বিপদে পড়তে পারেন।” এদিকে, এশিয়ান হাইওয়ে-৪৮ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, “মেরামতের কাজ মানসম্মত ও নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”
স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করছেন যে, পর্যটন ও যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এই সেতুর কাজ নির্ধারিত মান অনুযায়ী না হলে, এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে।
দেখুন আরও খবর: