নদিয়া: ৪৯তম বর্ষে পদার্পণ করে কৃষ্ণনগর লায়ন’স ক্লাব (Krishnanagar) আয়োজন করল তাদের ঐতিহ্যবাহী বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। বৃহস্পতিবার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান পালিত হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব, ক্লাবের সদস্য ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন বাংলার স্বনামধন্য সংগীত শিল্পী পৌশালী ব্যানার্জি, যিনি তাঁর মনোমুগ্ধকর সংগীত পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।
আরও পড়ুন: সাঁইথিয়ার ভবানীপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে অনুব্রত, শতাব্দী
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি লায়নস ক্লাব প্রতি বছরই সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করতে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। এ বছরের বিজয়া সম্মিলনীও সেই ধারারই অঙ্গ, যা সকলের মনে উৎসবের আনন্দ ছড়িয়ে দিয়েছে।
দেখুন আরও খবর: