ওয়েবডেস্ক- বিহার ভোটের (Bihar Assemble Election) আবহে রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে কটূক্তির বন্যা বয়ে দিচ্ছে। এবার নীতীশ সরকারের (Nitish Government) বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দিলেন তেজস্বী যাদব। আরজেডি প্রধানের কটাক্ষ রিমোট কন্ট্রোল দিয়ে নীতীশ সরকার চালাচ্ছে বিজেপি।
নীতীশ কুমারকে (Nitish Kumar) কটাক্ষ করে তেজস্বী যাদব (Tejaswi Yadav) বলেন, আমাদের বিহারীদের অবশ্যই এই সরকারকে তাড়াতে হবে, যা বহিরাগতরা (বাহারি) পরিচালনা করে। কিন্তু এরা বিহারে ভোট চায় কিন্তু বিহারের উন্নতির দিকে মন না দিয়ে গুজরাটের (Gujrat) দিকে মনোনিবেশ করে। তেজস্বীর যাদবের সঙ্গে একসুরে সুর মিলিয়ে রাহুল বলেন, বিহার সরকার বিজেপির রিমোট কন্ট্রোলে চলে। তারা কেবল নীতীশের মুখ ব্যবহার করছে। রাহুল বলেন, বিহার সরকারের রিমোট আছে বিজেপির হাতে।
#BiharElection2025 | Muzaffarpur, Bihar: Mahagathbandhan CM candidate & RJD leader Tejashwi Yadav says, “Tejashwi wants to end migration from Bihar and make Bihar crime-free and corruption-free. I want to make Bihar number one. But even after 20 years of Nitish Kumar’s rule and… pic.twitter.com/TJIIniSiz4
— ANI (@ANI) October 29, 2025
আরও পড়ুন- ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফালে আকাশে উড়ান দ্রোপদী মুর্মুর
রাহুল বলেন, তিন থেকে চারজন বিহার সরকারকে নিয়ন্ত্রণ করছে। বিজেপির হাতে রিমোট কন্ট্রোল আছে। সামাজিক ন্যায়ের সঙ্গে ওদের সম্পর্ক নেই। লোকসভায় প্রধানমন্ত্রীর সামনেই বলেছি, যে আপনার জাতি আদমশুমারি করা উচিত। উনি এই বিষয়ে কোনও উত্তর দেয়নি।
বিহারে মুজফফরপুর থেকে মহাগঠবন্ধনের জনসভা থেকে লোকসভা বিরোধী দলনেতা দাবি করেন, ভোটের জন্য যা বলা যাবে, সেটা করতেই রাজি হয়ে যাবেন প্রধানমন্ত্রী। যদি নাটক করতে বলা হয়, নাটক করে দেবেন। যদি নাচতে বলা হয় তাহলে প্রধানমন্ত্রী নেচেও দেবেন।
রাহুলের এই মন্তব্যের পাল্টা আক্রমণ শানায় বিজেপি। পদ্ম শিবিরের নেতা প্রদীপ ভান্ডারি বলেন, স্থানীয় গুণ্ডাদের ভাষায় কথা বলছেন রাহুল। স্পষ্টতই ভারত এবং বিহারের প্রত্যেক গরিব মানুষকে রাহুল গান্ধী অপমান করেছেন, যাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীকে ভোট দিয়েছেন। রাহুল গান্ধী ভোটার এবং ভারতীয় গণতন্ত্রকে নিয়ে উপহাস করেছেন।’
দেখুন আরও খবর-







