Saturday, November 8, 2025
HomeScrollঅপারেশন পিম্পেল: কুপওয়ারায় ফের এনকাউন্টার, নিহত দুই জঙ্গি
Operation Pimple

অপারেশন পিম্পেল: কুপওয়ারায় ফের এনকাউন্টার, নিহত দুই জঙ্গি

এলাকায় আরও জঙ্গি লুকিয়ে আছে বলে আশঙ্কা

জম্মু ও কাশ্মীর: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কুপওয়ারা (Kupwara) জেলায় জঙ্গি দমন অভিযানে নিহত হয়েছে দুই জঙ্গি। সেনা ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন পিম্পল’ (Operation Pimple)। এলাকায় আরও জঙ্গি লুকিয়ে আছে বলে আশঙ্কা, তাই তল্লাশি অভিযান এখনও চলছে।

ভারতীয় সেনার চিনার কর্পস জানিয়েছে, ৭ নভেম্বর, গোয়েন্দা সূত্রে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর কুপওয়ারা জেলার কেরান সেক্টরে যৌথ অভিযান চালানো হয়। সেনা জানায়, “গোয়েন্দা সংস্থাগুলির থেকে অনুপ্রবেশের চেষ্টা সংক্রান্ত তথ্য মেলার পর কেরান সেক্টরে অভিযান শুরু হয়। সেনারা সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করে চ্যালেঞ্জ করলে, জঙ্গিরা নির্বিচারে গুলি চালায়।”

আরও পড়ুন: বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার সংখ্যালঘু বন্দিদের মুক্তি নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

চাট্রু এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষ

হোয়াইট নাইট কর্পস, এক্স (X)-এ দেওয়া পোস্টে জানিয়েছে —“গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে চাট্রু এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে নিরাপত্তা বাহিনী।” এলাকায় টানা তল্লাশি চালিয়ে যাচ্ছে সেনা ও পুলিশ। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, গত কয়েক মাসে ডোডা, কিশতওয়ার ও উদমপুর জেলায় জঙ্গি দমন অভিযান আরও তীব্র হয়েছে। এর মধ্যে শুধু কিশতওয়ারে গত ছয় মাসে অন্তত ছ’টি এনকাউন্টার হয়েছে।

এই বছরের এপ্রিল মাসেই চাট্রু এলাকায় আরও দুই জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তা বাহিনী। এর আগে আগস্ট ১১–১২ তারিখে একই এলাকায় গুলির লড়াই হলেও, জঙ্গিরা পালিয়ে যায় গত বছর, ১৩ সেপ্টেম্বর ২০২৪, চাট্রু এলাকায় সংঘর্ষে দু’জন সেনা জওয়ান, এক জন জুনিয়র কমিশনড অফিসার-সহ — শহিদ হন, এবং আরও দু’জন আহত হন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News