Monday, November 24, 2025
HomeScrollবছরের শেষ থেকেই বিয়ের ফুল ফুটবে এই রাশির জাতক-জাতিকাদের
Marriage Yoga

বছরের শেষ থেকেই বিয়ের ফুল ফুটবে এই রাশির জাতক-জাতিকাদের

এই রাশির জাতক-জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে

এই বছর শেষ হতে আর বেশি দিন বাকি নেই। নভেম্বর শেষ হতেই আমরা ২০২৫ সালে শেষ মাস ডিসেম্বরে পৌঁছে যাব। আরও আরেকটা বছরকের অভিনন্দন জানানোর পালা। তবে এই সময় বিশেষ করে কয়েকটি রাশির (Rashi) জীবনে বিয়ের যোগ (Marriage Yogaতৈরি হবে। যা এবছরের শেষ থেকে শুরু হয়ে, ২০২৬ সাল পর্যন্ত সেই যোগ থাকবে, জাতক জাতিকাদের (Zodiac Sign) জীবনে বড় পরিবর্তন আনবে।

মেষ রাশি: খুব সুন্দর সময় আসছে। বিয়ের যোগ তৈরি হবে। এই বছরের শেষ থেকে এই যোগ তৈরি হবে। ওই বছর পর্যন্ত বিয়ের যোগ থাকবে। প্রেম প্রণয়ে সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রেমের বিয়ের সম্ভাবনা প্রবল।

 

বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকাদের দাম্পত্য জীবন মধুর হবে। জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। প্রেমের সম্পর্ক আরও মধুর হবে। সামনের বছর থেকে বিয়ে যোগ তৈরি হবে।

মিথুন রাশি: প্রেমের দিক থেকে বিশেষ শুভ। যারা প্রেম করছেন, তাঁদের বিয়ের যোগ প্রবল। যারা বিবাহিত তাদের জীবনেও মাধুর্য্য আসবে।

কর্কট রাশি: কর্কট রাশির ডিসেম্বর মাস বেশ শুভ হতে চলেছে। প্রেম ও দাম্পত্য জীবনের সুখের বার্তা নিয়ে আসবে। ২০২৬ সময় ভালো যাবে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকাদের প্রেমের সম্পর্ক স্থিতিশীল থাকবে। সুন্দর সময় আসতে চলেছে। প্রেমে ধীর স্থীর থাকুন। বিয়ের সিদ্ধান্ত ভেবে চিন্তে নেবেন।

কন্যা রাশি:  কন্যা রাশির বছর শেষ হতেই ইতিবাচক সময় আসতে চলেছে। ফেব্রুয়ারিতে বিয়ের সম্ভাবনা রয়েছে। তবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে।

তুলা রাশি: তুলা রাশির জন্য নতুন বছর মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসবে। বিয়ের যোগ তৈরি হবে। তবে বিয়ের ব্যাপারে ধীর স্থীর ভাবে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন- টাকা জমানোয় ওস্তাদ এই রাশির জাতক!

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকদের জন্য বছরটি প্রেমের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। ২৫ জানুয়ারি পর্যন্ত সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে।

ধনু রাশি: ধনু রাশির জন্য বছরটি প্রেমের ক্ষেত্রে শুভ। সম্পর্কের টানাপোড়েন থাকলেও ধৈর্য্য হারাবেন না। ভালো সময় আসছে।

মকর রাশি: মকর রাশির জাতকদের জন্য প্রেমের জন্য বছরটি ভালো যাবে। সম্পর্ক বিয়েতে পরিণত হবে। বিবাহিতদের দাম্পত্য জীবনে সুন্দর সময় আসবে।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জন্য ২০২৬  প্রেমের জন্য শুভ।  প্রেম নিবেদন করলে ইতিবাচক সাড়া পাওয়া যাবে। মনের মতো জীবনসঙ্গী বেছে নিতে পারেন ।

মীন রাশি: মীন রাশির জাতকদের এই বছরের শুরু থেকেই প্রেমের জন্য বছরটি শুভ। প্রেমের সম্পর্ক বিয়ে দিকের অগ্রসর হবে। দাম্পত্য জীবনে প্রথমের দিকে একটু সমস্যা থাকলেও ধীরে ধীরে তা মিটে যাবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Read More

Latest News