ওয়েবডেস্ক- SIR-এর কাজের চাপে ফের অসুস্থ BLO। কালনার শহরের ২ নম্বর ওয়ার্ডের ২২৬ নম্বর বুথের BLO ভর্তি কালনা হাসপাতালে (Kalna Hospital)। পরিবারের অভিযোগ অতিরিক্ত চাপে মানসিক ভারসাম্য হারিয়ে ভর্তি।
স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR)-এর জন্য এনামুরেশন ফর্ম বিলি ও তোলার স্বল্প সময়ের টানা কাজের চাপের কারণে ফের অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা বুথ লেভেল অফিসার (BLO)। বর্তমানে তিনি কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
কালনা বড় মিত্রপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় শিক্ষিকা পৃথা বর্মন বন্দ্যোপাধ্যায় (Pritha Barman Banerjee) । তিনি কালনার হিন্দু বালিকা প্রাথমিক বিদ্যালয়ের (Kalna Hindu Girls Primary School) শিক্ষিকা এবং কালনা শহরের ২ নম্বর ওয়ার্ডের ২২৬ নম্বর বুথের BLO হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি নিজের বাড়িতেই সংজ্ঞাহীন হয়ে পড়েন । এরপর তাঁকে কালনা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল শয্যায় শুয়ে পৃথা বর্মন বন্দ্যোপাধ্যায় জানান, SIR-এর কাজের জন্য গত কয়েক দিন ধরে ঠিকমতো খাওয়া, ঘুম কিছুই হচ্ছিল না। আগে থেকেই তাঁর শারীরিক অসুস্থতা ছিল, আর এই দু’য়ের ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দু’বার জ্ঞানও হারান।
অসুস্থ শিক্ষিকার স্বামী ধীরাজ ব্যানার্জি জানান, “সকাল থেকে রাত পর্যন্ত কাজের চাপ। পাশাপাশি তাঁর শারীরিক কিছু অসুস্থতাও ছিল। সেই কারণেই এই সমস্যা।”
আরও পড়ুন- SIR নিয়ে ফের সুর চড়াল তৃণমূল, দিল্লি যাচ্ছেন তৃণমূলের ১০ সাংসদ, এবার কী হবে?
অসুস্থ শিক্ষিকাকে দেখতে কালনা হাসপাতালে হাজির হন কালনা পৌরসভার উপ পৌরপতি তপন পড়েল।
তিনি বলেন, “প্রতিদিনই কাজের চাপে কোনো না কোনো BLO অসুস্থ হয়ে পড়ছেন। কালনাতেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এদিনও এক BLO কাজের চাপে অসুস্থ হয়েছেন, তাঁকে দেখতেই এসেছিলাম।”
দেখুন আরও খবর-






