ওয়েব ডেস্ক : “বাংলাকে দখল করার এত লোভ কেন?” বুধবার বনগাঁ থেকে বিজেপিকে প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে তিনি বলেছেন, বাংলাকে দখল করতে এলে গুজরাত হারাবে ভারতীয় জনতা পার্টি (BJP)। এসআইআর (SIR) নিয়েও মমতা এদিন বলেছেন, এসআইআর করতে হবে না, আমরা বলিনি। আমরা বলেছি কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। এসআইআর করতে ৩ বছর সময় লাগে। আপনারা ২ মাসে করতে চাইছেন।
২০২৬ সালে পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার আগে গোটা রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া। এ বার তা নিয়ে ‘মতুয়া গড়’ ঠাকুরনগরে দাঁড়িয়ে এই ইস্যুতে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ” আজকে বাংলা দখল করার এত লোভ কেন? বাংলাকে পছন্দ করেন না? বাংলার মানুষকে জব্দ করতে চাইছেন। বাংলা ভাষাকে স্তব্ধ করতে চাইছেন। বাংলাকে নিয়ে গিয়ে গুজরাতে ফেলে দিতে হবে। ”
আরও খবর : মতুয়াগড়ে মমতা পৌঁছতেই এ কী ছবি?
সঙ্গে তিনি বলেছেন, “সব গুজরাতি খারাপ সেটা বলবো না। আগামী নির্বাচনে গুজরাতে বিজেপি (BJP) হারবে। এটা মাথায় রাখুন। বাংলা দখল করতে গিয়ে গুজরাত হারাবে।” মমতা বলেন, “যারা ১০০ টাকা করে ফর্ম বিক্রি করল ধর্মের নামে। আপনাকে বাংলাদেশি প্রমাণিত করল এবং সিএএ সার্টিফিকেট দেবে বলে ৮০০ টাকা করে নিল ক্যাম্প করে। তাঁদের মধ্যে কেউ কেউ দেশেই নেই, বিদেশে চলে গিয়েছে ঘুরতে। তারা কেন বিদেশে গেছে, তার পিছনে রহস্য আছে। সেটা আমি জানি।”
মমতা এদিন আরও বলেন, তৃণমূলের (TMC) কেউ কেউ কিছু করলে তাঁকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর বিজেপি মন্ত্রীরা চুরি করলে তাঁদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওই বিজেপি মন্ত্রীরা নিজেকে বাঁচানোর জন্য বিদেশে গিয়েছেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিজেকে যতই বাঁচানোর চেষ্টা করুন, আমাদের কাছে রেকর্ড রয়েছে। কেউ অন্যায় করলে আমরা তাঁর বিরুদ্ধে গ্রেফতারির দাবি জানাবো।
দেখুন অন্য খবর :






