Monday, December 8, 2025
HomeScrollমুক্তি দিবস পালন আখাউড়ায়
Akhaura's Independence

মুক্তি দিবস পালন আখাউড়ায়

সেই দিনের স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হল!

ওয়েব ডেস্ক : ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাকিস্তানিদের হাত থেকে দখল মুক্ত হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া (Akhaura’s Independence) উপজেলা। সে দিনে ভারতীয় বাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ অভিযানে পাক সেনাদের পরাজিত করা হয়েছিল। সেই দিনের স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হল।

এই দিনটির কথা মাথায় রেখে ৫ ডিসেম্বর সন্ধ্যায় আখাউড়া পৌর মুক্তমঞ্চে এ এক অনুষ্ঠানের (Event) আয়জোন করা হয়েছিল। উপজেলা প্রশাসন, আখাউড়া পৌরসভা এবং বাংলাদেশ (Bangladesh) মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আখাউড়া শাখার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যাবেলায় প্রদীপের আলোয় মিত্র ও মুক্তিবাহিনীর বীর যোদ্ধাদের মোমবাতির আলোয় শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য, মুক্তিযুদ্ধে সিপাহী মোস্তফা কামাল আখাউড়াতেই শহিদ হয়েছিলেন। অন্যদিকে ভারতীয় (India) মিত্রবাহিনীর ল্যান্স নায়েক অ্যালবার্টও শহিদ হয়েছিলেন। তাঁকে মরণোত্তর ভারতের সর্বোচ্চ বীরত্বের পুরস্কার পরমবীর চক্র দেওয়া হয়েছিল।

আরও খবর : ইমরান খানের দলে বিতর্ক, বাতিল শীর্ষ কমিটি !

এই মহান মুক্তি সংগ্রাম আখাউড়ার জনগণকে একত্রিত করে এবং তাদের মধ্যে একতা ও সাহসের এক নতুন অধ্যায় সূচনা করে। লক্ষ্যের প্রতি অবিচল ইচ্ছাশক্তি এবং সংগ্রামের কঠোর পরিশ্রমের ফলে, অবশেষে আখাউড়ার মানুষ স্বাধীনতার স্বাদ অনুভব করতে সক্ষম হয়েছিল। এই সাফল্য শুধুমাত্র আখাউড়ার জন্য নয়, বরং সমগ্র জাতির জন্য একটি প্রণোদনা হিসেবে কাজ করে, যা ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News