কলকাতা: প্রতি বছর ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস (Republic Day 2026) হিসেবে পালিত হয়। এই দিনেই কার্যকর হয়েছিল ভারতের সংবিধান (Indian Constitution), আর ভারত আত্মপ্রকাশ করেছিল একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে। প্রজাতন্ত্র দিবসের ইতিহাস ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। ওই দিন ভারতীয় সংবিধান কার্যকর হয় এবং দেশের শাসনব্যবস্থা সম্পূর্ণভাবে জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের শাসনে পরিণত হয়। এই সংবিধানই নাগরিকদের অধিকার, কর্তব্য এবং রাষ্ট্র পরিচালনার কাঠামো নির্ধারণ করে।
২৬ জানুয়ারির গুরুত্ব আরও গভীরে প্রোথিত রয়েছে ১৯৩০ সালের ইতিহাসে। ওই দিন লাহোরে জাতীয় কংগ্রেসের অধিবেশনে ‘পূর্ণস্বাধীনতা’র ঘোষণা করা হয়েছিল। সেই কারণেই স্বাধীনতার পর সংবিধান কার্যকর করার জন্য এই ঐতিহাসিক দিনটিকেই বেছে নেওয়া হয়।
ভারতীয় সংবিধান রচনার কাজ শুরু হয় ১৯৪৬ সালে। ড. বি আর আম্বেডকরের নেতৃত্বে গঠিত খসড়া কমিটি প্রায় ২ বছর ১১ মাস ধরে কাজ করে। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান গৃহীত হলেও, তা কার্যকর হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।
প্রথম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে (বর্তমান কর্তব্যপথ) আয়োজিত হয় ঐতিহাসিক প্যারেড। ভারতের প্রথম রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ জাতীয় পতাকা উত্তোলন করেন। মহাত্মা গান্ধীর প্রয়াণের কারণে সেই ঐতিহাসিক দিনে তাঁর অনুপস্থিতি অনুভূত হয়েছিল গোটা জাতির কাছে।
আজও প্রজাতন্ত্র দিবস মানেই দেশপ্রেম, ঐক্য ও গণতান্ত্রিক চেতনার উদযাপন—যেখানে ভারত তার বৈচিত্র্যের মধ্যেই ঐক্যের বার্তা তুলে ধরে।







