Wednesday, November 26, 2025
HomeBig newsবিহারের পর 'মিশন বাংলা', রাজ্যে আসছেন মোদি-ভগবত, কী স্ট্র্যাটেজি?
‘Mission Bangla

বিহারের পর ‘মিশন বাংলা’, রাজ্যে আসছেন মোদি-ভগবত, কী স্ট্র্যাটেজি?

২০২৬ নির্বাচনে দুই সারথীর লক্ষ্য একটাই হিন্দু ভোট একত্রিত করা

ওয়েবডেস্ক- বছর শেষে বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচন (2026 Assemble Election)। ফলে স্বাভাবিকভাবে বিজেপির (BJP) পাখির চোখ বাংলা। সেদিকে লক্ষ্য রেখেই এবার ‘মিশন বাংলা’ (‘Mission Bangla’। রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও সঙ্ঘ প্রধান মোহন ভাগবত (Sangh chief Mohan Bhagwat)। ২০২৬ বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আরএসএস প্রধান মোহন ভাগবতের আলাদা আলাদা বঙ্গ সফরের ব্লুপ্রিন্ট তৈরি। বিজেপি লক্ষ্য রেখেছে ভোট শেয়ারে আরও ৬–৭% বাড়তি গেইন, বিশেষ করে হিন্দু ভোটব্যাঙ্কে।

সফরের সূচিতে থাকছে সীমান্ত জেলা ও বড় শহর– দুদিকই। ভোটকে ঘিরে প্রধানমন্ত্রী ও সঙ্ঘ প্রধানের বিশেষ নজরে পশ্চিমবঙ্গ। ডিসেম্বরেই আরএসএস প্রধানের আসার কথা এই রাজ্যে। RSS এর শতবর্ষ পূর্তিতে আসার কথা সঙ্ঘ প্রধানের বিশিষ্ট মানুষের সঙ্গে সাক্ষাৎ থেকে বিশিষ্টদের সামনে ভাষণ দেওয়ার কর্মসূচি ছিল। উদ্দেশ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। অপরদিকে নরেন্দ্র মোদি তার ভোট প্রচারের কর্মসূচি আগে থেকেই শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই তিনি তাঁর তিনটি কর্মসূচি সেরে ফেলেছেন।

আরও পড়ুন-  শ্লোগান বদলে যাচ্ছে রাজ্য বিজেপির ????

এখনও পর্যন্ত নির্ধারিত তালিকা অনুসারে ২৫টি জনসভা হওয়ার কথা নির্বাচন পর্যন্ত, সেখানে তিনটি হয়েছে। বিজেপির লক্ষ্য, ২৫টি জনসভা হোক, তবে প্রধানমন্ত্রীর পক্ষে কতটা সময় দেওয়া সম্ভব তা নির্ধারণ করবে প্রধানমন্ত্রীর সচিবালয়।

সদ্য শেষ হয়েছে বিহার নির্বাচন। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার। এর দিল্লির লক্ষ্য বাংলা। ডিসেম্বরেই প্রধানমন্ত্রী মোদির এখানে বাংলায় আসার কথা। সেইসঙ্গে অমিত শাহ থেকে জেপি নাড্ডা সকলেই একে একে আসবেন। আসবেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। অর্থাৎ ভোটের আগে ডিসেম্বরেই বাংলায় আসছেন মোদি ও ভাগবত। দুজনের উদ্দেশ্য একটা হিন্দুভোট একত্রিত করা।

দেখুন আরও খবর-

Read More

Latest News