Wednesday, July 2, 2025
Homeবিনোদন'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশান শেষ! দর্শকরা অপেক্ষায় প্রসেনজিৎ- শ্রাবন্তীর নতুন ছবির জন্য
Devi Chowdhurani

‘দেবী চৌধুরানী’র পোস্ট প্রোডাকশান শেষ! দর্শকরা অপেক্ষায় প্রসেনজিৎ- শ্রাবন্তীর নতুন ছবির জন্য

''বাংলা ছবির স্টাইল পরিবর্তন করে দেবে এই 'দেবী চৌধুরানী''

Follow Us :

কলকাতা: ‘দেবী চৌধুরানী'(Devi Chowdhurani) ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে(Srabanti Chattopadhya)। ছবির নায়ক ‘ভবানি পাঠক'(Bhabani Pathak) চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prasenjit Chattopadhya) কে। শুভ্রজিৎ মিত্র(Director Subhrajit Mitra) পরিচালিত এই ছবির শুটিং শেষ হওয়ার পর পোস্ট প্রোডাকশনের(Post Production) কাজও শেষ হয়েছে। খুব স্বাভাবিক কারণেই এই ছবি নিয়ে উন্মাদনা। কবে আসতে চলেছে এই ছবি!
সম্প্রতি পরিচালক একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি বলছেন, প্রায় দু বছর পর ‘দেবী চৌধুরানী’ ছবির কাজ শেষ হলো। ২০২৩এ ছবির শুটিং শুরু হয়েছিল। এই ছবি তৈরির সঙ্গে যুক্ত সকলের সাথে আমি ছবিটা দেখলাম। আশা করছি দর্শকদের ভালো লাগবে। খুব শীঘ্রই সবই মুক্তির দিন ঘোষণা করা হবে। যদিও এর আগে ১ মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি।

আরও পড়ুন:সবুজ মনোকিনিতে অবিবাহিত আমিশাকে দেখে ভক্তরা বলছে ‘অন্তঃসত্ত্বা’! কেন?


এই ছবিতে শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়,দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী,অর্জুন চক্রবর্তী,অ্যালেক্স ও’নিল ও আরো অনেকে। কলকাতা ছাড়াও অযোধ্যার পাহাড় অঞ্চল,বীরভূম,ঝাড়খন্ড, বিহারের বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হয়েছে।
উক্ত ভিডিওতে দাবি করা হয় এখনকার বাংলা ছবির স্টাইল পরিবর্তন করে দেবে এই ‘দেবী চৌধুরানী’। দর্শকদের যথেষ্ট পছন্দ হবে ভিএফএক্স এর কাজ এবং সেই সঙ্গে আবহাওয়ার সঙ্গে ও জমজমাট অ্যাকশনে ছবি জমে যাবে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39