Saturday, August 23, 2025
Homeবিনোদনঅক্ষয়-আরশাদকে আদালতের সমন! কি কারণে!

অক্ষয়-আরশাদকে আদালতের সমন! কি কারণে!

ছবিটি দেশের আইনি ব্যবস্থাকে উপহাস করছে এবং আদালতের কার্যক্রমকে ভুলভাবে তুলে ধরছে

ওয়েব ডেস্ক: আসন্ন ছবি ‘জলি এলএলবি ৩’ নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন অভিনেতা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি। এই জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে বিচার বিভাগকে অসম্মান করার অভিযোগে পুনের একটি দেওয়ানি আদালত তাঁদের এবং ছবির পরিচালক সুভাষ কাপুরকে সমন পাঠিয়েছে। আইনজীবী ওয়াজেদ রহিম খানের দায়ের করা এক আবেদনের ভিত্তিতে এই নির্দেশ জারি করা হয়েছে। তিনজনকে আগামী ২৮ অক্টোবর সকাল ১১টায় আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে বলা হয়েছে।

কী অভিযোগ উঠেছে ছবির বিরুদ্ধে

আইনজীবী ওয়াজেদ রহিম খানের অভিযোগ, ছবিটি দেশের আইনি ব্যবস্থাকে উপহাস করছে এবং আদালতের কার্যক্রমকে ভুলভাবে তুলে ধরছে। তিনি বলেন, ছবিতে আইন পেশাকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে, যা পেশার সম্মান নষ্ট করে। বিশেষ করে, বিচারকদের ‘মামা’ বলে সম্বোধন করার একটি দৃশ্য নিয়ে তিনি তীব্র আপত্তি জানিয়েছেন, কারণ তাঁর মতে এটি একটি আপত্তিকর শব্দ।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াজেদ রহিম খান বলেন, “আইনজীবীদের সম্মান থাকা উচিত। ছবিতে আইনজীবী এবং বিচারপতিদের সম্পর্কে যা দেখানো হয়েছে, তা সম্পূর্ণ ভুল। সে কারণেই আমি আদালতে পিটিশন দাখিল করেছি। আদালত আমার আবেদন গ্রহণ করে অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং পরিচালককে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।”
অভিযোগটি মূলত ২০২৪ সালে ছবির প্রথম টিজার মুক্তির পর দায়ের করা হয়েছিল, যেখানে অক্ষয় ও আরশাদ—দুই জলির সংঘর্ষের প্রথম ঝলক দেখানো হয়।

জলি এলএলবি ফ্র্যাঞ্চাইজি

‘জলি এলএলবি ৩’ এই কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ২০১৩ সালে আরশাদ ওয়ারসি অভিনীত প্রথম ছবিটি দারুণ সাফল্য পেয়েছিল, যেখানে ১০ কোটি টাকা বাজেটের বিপরীতে প্রায় ৫০ কোটি টাকা আয় হয়। দ্বিতীয় পর্বে আরশাদের জায়গায় আসেন অক্ষয় কুমার। সেই সিক্যুয়েলটি বিশ্বব্যাপী ২০০ কোটি টাকার বেশি আয় করে।
এবার ‘জলি এলএলবি ৩’-তে দুই জলি অর্থাৎ অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসিকে একসঙ্গে দেখা যাবে। সুভাষ কাপুর পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছে স্টার স্টুডিও ১৮। ছবিটি ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা।

Read More

Latest News