Saturday, August 23, 2025
HomeScroll'রবিবাসরীয় মরসুম' একান্তে নদীর পাড়ে সোহিনী

‘রবিবাসরীয় মরসুম’ একান্তে নদীর পাড়ে সোহিনী

কলকাতা: সোহিনী সরকার (Sohini Sarkar) প্রায়শই নানা ছবি পোস্ট করেন তাঁর ভক্তদের জন্য। কর্মদিবস শুরুর আগেই একেবারে ম্যাটিনি আভা ছড়িয়েদিলেন নিজের পোস্টে। সোহিনীর এই পোস্ট নজর কেড়েছে নেটপাড়ার। শোভন-সোহিনী একে অপরকে বেশ চোখে হারান। বাইপাস লাগোয়া নতুন ফ্ল্যাটে সোহিনী শুরু করেছেন তাঁর নতুন সাংসারিক জীবন। বেশ গুছিয়েই সংসারটা করছেন তিনি।

আরও পড়ুন: জালিয়ানওয়ালাবাগের স্মৃতি ফিরল ‘কেশরী ২’ টিজারে

পড়ন্ত দুপুরে আদুরে রোদ গায়ে মেখে নদীর পাড়ে একান্তে সোহিনী। আকারে-ইঙ্গিতে, হাবে-ভাবে সোহিনী বুঝিয়ে দিয়েছেন শোভনের ভালোবাসা তাকে আরও বেশি পরিণত করে তুলেছে। অভিনেত্রীর চোখে মুখে সেই ভালোবাসার জেল্লা কয়েকগুন বাড়িয়ে দিয়েছে প্রকৃতির শোভা। নদীর ধারে খোলা পরিবেশে পড়ন্ত দুপুরে খোলা চুলে রোদ গায়ে মেখে পোজ দিয়েছিলেন নায়িকা। গ্রাম্য পরিবেশে সাদা কাজ করা অফ শোল্ডার গাউন পরে কখনও গাছে ছায়ায় তো কখনও বাঁশের সাঁকো আনমনে বসে রয়েছেন। আবার কখনও নদীর পাড় ধরে খোলা পরিবেশকে চুটিয়ে উপভোগ করছেন। ছবিতে নায়িকা ক্লাসিক সেস্টমেন্ট সেট করেছেন। এই পোস্ট দেখে নেটপাড়া বলছে বসন্ত গিয়ে যেন রয়ে গিয়েছে। কিছুক্ষণ আরও না হয় রহিতে ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে বাংলা সিনেমার আইকনিক গান।

 

View this post on Instagram

 

A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)

অন্য খবর দেখুন

Read More

Latest News