কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় (RG Kar Case) অভিযুক্ত সঞ্জয় রায়েকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ কোর্ট। ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ (ধর্ষণ), ৬৪(ধর্ষণের সময় করা আঘাত, যার জেরে মৃত্যু), ১০৩ (১) ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয়। তবে আরজি কর রায়ে না-খুশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? জেলা সফরে গিয়ে তেমনই বার্তা মুখ্যমন্ত্রীর। মালদায় সভা থেকে জানালেন, ‘আমি মৃত্যুদণ্ডের দাবিতেই পথে নেমেছিলাম।’
আরও পড়ুন: আমাদের ক্ষতিপূরণের প্রয়োজন নেই আমরা চাই মেয়ের খুনির উপযুক্ত শাস্তি- নির্যাতিতার বাবা
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের হাত থেকে ইচ্ছে করে কেসটা কেড়ে নিয়ে চলে গেল। আগেই বলেছিলাম আমরা না পারলে সিবিআইকে কেসটা দিন, আপত্তি নেই। আমরা চাই বিচার হোক।’ তিনি আরও বলেন, ‘এই নরপিশাচদের চরমতম শাস্তি চাই।’ তিনি যে সন্তুষ্ট নন, তাও স্পষ্ট করে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘ ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম’।
উল্লেখ্য, জয়নগর, ফারাক্কা ও গুরাপের ঘটনা ফাঁসির সাজা দিয়েছে আদালত। তিনটি কেসই ছিল রাজ্য পুলিশের তত্বাবধানে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম। আজও সেই দাবিতে অনড় রয়েছি। কিন্তু আদালতের রায় নিয়ে কিছু বলব না। আমি আমার এবং দলের কথা বলতে পারি। আমরা তিনটে মামলায় ৫৪ থেকে ৬০ দিনের মধ্যে ফাঁসির অর্ডার করিয়ে নিয়েছি। এটা একটা সিরিয়াস কেস। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি কিছু বলব না।’
দেখুন আরও খবর: