Sunday, August 24, 2025
HomeScroll২৬ এর ভোটে রত্নার বিরুদ্ধে বিতানের স্ত্রী সোহিনী

২৬ এর ভোটে রত্নার বিরুদ্ধে বিতানের স্ত্রী সোহিনী

কলকাতা: পহেলগাঁওয়ে জঙ্গিহানায় (Jammu Kashmir Pahalgam Attack) নিহত বিতান অধিকারীর (Bitan Adhikari) মা-বাবার ওষুধের খরচের দায়িত্ব নিলেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। বৈষ্ণবঘাটা পাটুলির যুবক বিতান অধিকারীর। বিদেশ থেকে বিতানের পাঠানো টাকাতেই বৃদ্ধ মা-বাবার সংসার চলত। ছেলের মৃত‌্যুর খবর সামনে আসতে অথৈ জলে তাঁরা। বিতান অধিকারীর পরিবারকে সঙ্গে দেখা করেন বেহালার পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় ও ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে। বিতানের বাবা মাকে যাবতীয় ওষুধের খরচ দিয়ে সাহায্যের আশ্বাস দেন তৃণমূল বিধায়ক।

জঙ্গি হানাচিরতরে ছেলেকে হারিয়েছেন বৃদ্ধ বাবা-মা। ছেলের আকস্মিক মৃত্যু সবকিছু যেন ওলোটপালোট করে দিয়েছে। একে ছেলের জন্য শোকে পাথর বিতান অধিকারীর বাবা মা। তার উপর ভবিষ্যৎ নিয়ে চিন্তা, সব মিলেমিশে কালো মেঘ গ্রাস করেছে তাঁদের। তবে এই পরিস্থিতিতে বিতানের বাবা-মার পাশে দাঁড়িয়েছেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। জানালেন, তাঁদের ওষুধের খরচ তিনিই সামলাবেন। বিতানের বাবা-মার ওষুধের খরচ বাবদ মাসে ১২ হাজার টাকা দেবেন বলে জানিয়েছেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। তিনি জানান, রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে। তবে তিনি আলাদা করে বিতানের বাবা-মার ওষুধের খরচের দায়িত্ব নিচ্ছেন।

আরও পড়ুন: বিতানের নাম করে ক্রাউডফান্ডিং স্ত্রী সোহিনীর

কলকাতায় ফিরে বিতান অধিকারীর স্ত্রীকে শুভেন্দুকে বলতে শোনা গেল,আমার স্বামী বিজেপিকে সমর্থন করত। আমি শুধু আপনার ভরসায় এসেছি স্যার’। শুভেন্দু অধিকারীর সামনে কান্নায় ভেঙে পড়েন পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী। অন্যদিকে বিতানের বাবা-মার ওষুধের খরচের দায়িত্ব নিলেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। এর মধ্যেই নুতন জল্পনা শুরু হয়েছে জানা যাচ্ছে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব কেন্দ্রে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিতানের স্ত্রী সোহিনীকে দাঁড় করাতে পারে বিজেপি (BJP)।

ইতিমধ্যে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে বিতান অধিকারীকে নিয়ে। সামাজিক মাধ্যমে একটি প্রচার শুরু হয়েছে প্রয়াত বিতান অধিকারীর নামে টাকা তোলা। একটি থার্ড পার্টির মাধ্যমে লিঙ্ক জেনারেট করে অর্থ সংগ্রহ করছে। প্রশ্ন উঠেছে, কেন এই টাকা তোলা হচ্ছে?

দেখুন ভিডিও 

YouTube player
Read More

Latest News