Sunday, October 26, 2025
Homeশান্তনু সেনের বিরুদ্ধে চার্জশিট, এবার কী হবে?

শান্তনু সেনের বিরুদ্ধে চার্জশিট, এবার কী হবে?

কলকাতা: আরও চাপে তৃণমূলের বহিষ্কৃত চিকিৎসক নেতা শান্তনু সেন (Santanu Sen)।বহিষ্কৃত তৃণমূল নেতা তথা চিকিৎসক শান্তনু সেনকে চার্জশিট দিল রাজ্য মেডিকেল কাউন্সিল (West Bengal Medical Council)। চিকিৎসক শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ন্যাশনাল মেডিক্যাল কমিশন ও রাজ্য মেডিক্যাল কাউন্সিলের অনুমতি ছাড়া এফআরসিপি গ্লাসগো অতিরিক্ত যোগ্যতা হিসেবে তার প্রেসক্রিপশন প্যাডে ব্যবহার করতেন ।‌ সেই নিয়ে তদন্ত করে রাজ্য মেডিকেল কাউন্সিলের এথিক্স এন্ড পেনাল কমিটি। তাতে প্রমাণিত হয়েছে যে, এফআরসিপি গ্লাসগো ডিগ্রি নয় ডিপ্লোমা পেয়েছেন।

এফআরসিপি গ্লাসগো ডিগ্রি হিসেবেই দেখা হয়। অথচ তিনি ডিপ্লোমা পেলেও কখনও তা প্রেসক্রিপশনে ডিপ্লোমার উল্লেখ করেননি। রাজ্য মেডিক্যাল কাউন্সিল এ্যাক্ট ১৯১৪ সেকশন ১৭/২৫ অনুযায়ী তিনি যদি এই চার্জশিট পাওয়ার ২১ দিনের মধ্যে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে না, তার উত্তর দিতে না পারেন, তাহলে কাউন্সিল বড়সড় সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আইনি সাহায্য পায়নি অভিযুক্ত, ২ বিচার বিভাগীয় কর্তাকে দায়ি করল হাইকোর্ট

তৃণমূলের বহিষ্কৃত চিকিৎসক নেতা শান্তনু সেনের বিরুদ্ধে বেআইনি ভাবে ‘বিদেশি ডিগ্রি’ দেখিয়ে প্রাইভেট প্রাকটিসের অভিযোগ উঠেছিল। লেটারহেডে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ‘স্বীকৃতিহীন ডিগ্রি’র উল্লেখ করে বিতর্কে জড়িয়েছেন শান্তনু। তাঁর বিরুদ্ধে তদন্তে নেমেছে জ্যেরই মেডিক্যাল কাউন্সিল। প্রাথমিক তথ্য সংগ্রহের পর শান্তনুকে নোটিস দিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। যদিও শান্তনু এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তাঁর দাবি, বেঙ্গল মেডিক্যাল অ্যাক্টে অতিরিক্ত যোগ্যতা নথিভুক্ত করা বাধ্যতামূলক নয়। দীর্ঘদিন রাজ্য মেডিক্যাল কাউন্সিলে যুক্ত রয়েছেন তিনি। বহিষ্কৃত তৃণমূল নেতারা দাবি, শান্তনু জানিয়েছেন, ব্রিটেনের গ্লাসগো থেকে FRCP ডিগ্রি অর্জনের পর, বার বার করে তা নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন তিনি। এমনকি সেইবাবদ ফি-ও দিয়েছেন ১০ হাজার টাকার। কিন্তু তার পরও জবাব মেলেনি। এখন নোটিস ধরিয়ে তাঁকেই দোষ দেওয়া হচ্ছে বলে দাবি শান্তনুর। এই ঘটনায় রাজ্য মেডিকেল কাউন্সিল শান্তনুকে চার্জশিট দিল।

দেখুন ভিডিও

Read More

Latest News