ওয়েব ডেস্ক: লোকসভা ভোটে হ্যাটট্রিক করলেও পশ্চিমবঙ্গে বিজেপির (BJP) পায়ের তলার মাটি এখনও যথেষ্ট আলগা। তাই রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election) সামনে রেখে নতুন আঙ্গিকে প্রচার শুরু করতে চলেছে বিজেপি। ভোটের আগে রাজ্যবাসীর সমর্থন আদায়ের লক্ষ্যে ফের মোদি সরকারের (Modi Government) ঢাক পেটাতে চলেছেন বঙ্গ বিজেপির নেতৃত্বরা। ২০১৪ থেকে অর্থাৎ, বিগত ১১ বছরে মোদি সরকার এই রাজ্যের জন্য কী করেছে, তা নিয়ে এবার বাংলার নির্বাচনি প্রচার (Election Campaign) শুরু করতে চলেছে বিজেপি।
জানা গিয়েছে, আগামী ৯ জুন কেন্দ্রীয় মন্ত্রী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন। তারপর সব জেলায় এই কর্মসূচি চালু হবে। এর জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় বড় বড় হোর্ডিং এবং ব্যানার লাগানো হবে। পাশাপাশি মোদি সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে অডিও ভিজুয়াল প্রজেনটেশনও করা হবে বলে সিদ্বান্ত হয়েছে বলে জানা গিয়েছে রাজ্য বিজেপি সূত্রে।
আরও পড়ুন: ২৬-এ লক্ষ্য হিন্দু ভোট, ফের ব্রিগেডে গীতা পাঠের তোড়জোড়
কিন্তু বঙ্গ বিজেপি এই কর্মসূচি শুরু করার আগেই দলের মধ্যে প্রশ্ন একটা উঠেছে, বাংলার জন্য মোদি সরকার কী এমন বড় কাজ করেছে? এই রাজ্যে কি বড় কোনও শিল্প হয়েছে? বাড়তি কর্মসংস্থানের সুযোগ কী হয়েছে? মোদি সরকারকে নিশানা এইসব প্রশ্নও কিন্তু তুলছে রাজ্যবাসী। পাশাপাশি গ্যাস এবং জ্বালানি তেলের দাম নিয়েও একটা চাপা ক্ষোভ রয়েছে। এমনকি মোদি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বড় কার্যালয় এবং হেড-কোয়ার্টার সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ সামনে এসেছে।
এসব প্রশ্ন শুনে বঙ্গ বিজেপির নেতারা বলতেই পারেন যে, গত ১১ বছরে বাংলার জন্য বেশ কিছু সড়ক হয়েছে, এমনস হয়েছে, এনজেপি ষ্টেশন নতুন রূপে তৈরি হচ্ছে এবং মেট্রো সম্পসারন হয়েছে বেশ কিছু জায়গায়। কিন্তু সাফল্যের তালিকায় কি এটুকুই যথেষ্ঠ? এই প্রশ্ন দলের মধ্যে উঠছে।
এইসব কারণে বিজেপির এই নতুন আঙ্গিকের প্রচার জেলায় জেলায় কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে সন্দেহ আছে বলে মনে করছে বিজেপির রাজ্য নেতৃত্ব একাংশ। তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারের সাফল্য থেকে মমতা সরকারের ব্যর্থতা বেশি প্রচার করা উচিত। তাতে ভোট বাস্কে সাফল্য আসবে বেশি। তাই এখন মমতার সরকারের ব্যর্থতা নাকি মোদি সরকারের সাফল্য- বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হাতে প্রচারের বড় হাতিয়ার কী? এই নিয়ে রাজ্য বিজেপিতে বাড়ছে বিতর্ক।
দেখুন আরও খবর:


