Thursday, August 28, 2025
HomeScrollট্রাম্পের চারবার ফোন, ধরতেই চাননি নরেন্দ্র মোদি!

ট্রাম্পের চারবার ফোন, ধরতেই চাননি নরেন্দ্র মোদি!

মোদির কথা বলতে না চাওয়া তাঁর ক্ষোভেরই বহিঃপ্রকাশ, তবে তা সাবধানতার সঙ্গে

ওয়েব ডেস্ক: ভারত-পাকিস্তান (India-Pakistan) ‘যুদ্ধবিরতি’ থেকে শুল্কবৃদ্ধি, ভারতের সঙ্গে সম্পর্কে অবনতি হয়েছে আমেরিকার (USA0। ভারতের বিরুদ্ধে বার বার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এ নিয়ে কেন্দ্রের শাসকদলের প্রতি বিষোদগার করেছে বিরোধী দলগুলি। এত কিছু হওয়ার পরেও ট্রাম্পকে নিয়ে একটা শব্দ খরচ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার এক জার্মান সংবাদমাধ্যম দাবি করল, সাম্প্রতিক কয়েক সপ্তাহে অন্তত চারবার ট্রাম্পের ফোন ধরেননি মোদি।

জার্মানির মেইঞ্জ শহরের সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালেমেইন (Frankfurter Allgemeine) বলছে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়ে অন্ততপক্ষে চারবার ফোন করেছিলেন ট্রাম্প। কিন্তু একবারও সেই ফোন ধরার ইচ্ছেপ্রকাশ করেননি মোদি। সংবাদপত্রের প্রতিবেদনে লেখা হয়েছে, মোদি মনোক্ষুণ্ণ হয়েছেন। বার্লিন শহরের নামী গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউট সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর এই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যার ফলে বিষয়টির গুরুত্ব বেড়ে গিয়েছে।

আরও পড়ুন: রাতে বেরোলে হেনস্থা হতে হবেই! মহিলাকে বাক্যবাণ পুলিশকর্মীর

প্রসঙ্গত, ভারতের রফতানিকৃত পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। ব্রাজিলকে বাদ দিলে বিশ্বে যে কোনও দেশের মধ্যে এটাই সর্বোচ্চ। এ নিয়েও কোনও মন্তব্য এখনও করেননি প্রধানমন্ত্রী মোদি। জার্মান সংবাদপত্রের দাবি, ট্রাম্প বহু চেষ্টা করেছিলেন যাতে চাপ দিয়ে মোদিকে নতিস্বীকার করানো যায়, কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে টলানো যায়নি। এও বলা হয়েছে, মোদির কথা বলতে না চাওয়া তাঁর ক্ষোভেরই বহিঃপ্রকাশ, তবে তা সাবধানতার সঙ্গে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News