ওয়েব ডেস্ক: ফের জঙ্গি হামলায় (Terrorist Attack) ছড়াল আতঙ্ক। ভোররাতে সেনাঘাঁটিতে নির্বিচারে চলল গুলি। অন্ধকারে গা ঢাকা দিয়ে আচমকা হামলা জঙ্গিদের। পূর্ব অসমের (Assam) তিনসুকিয়া জেলার কাকোপাথার এলাকার ঘটনা। সেনা শিবিরে (Security Force’s Camp) সন্ত্রাসবাদীদের অতর্কিত হামলায় আহত তিন সেনা জওয়ান। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে প্রতিরক্ষা দফতরের এক মুখপাত্র।
সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাত প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ অজ্ঞাত পরিচয় সন্ত্রাসবাদীরা একটি চলন্ত গাড়ি থেকে কাকোপাথার সেনা কোম্পানির ঘাঁটির দিকে নির্বিচারে গুলি চালায়। শিবিরে দায়িত্বে থাকা সেনারা সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায় এবং সাধারণ নাগরিকদের ক্ষতি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে।
আরও পড়ুন: রাজস্থান থেকে কলকাতা এসেও হল না শেষ রক্ষা! পুলিশের হাতে গ্রেফতার ৩
প্রতিরক্ষা মুখপাত্র জানান, সেনার পাল্টা প্রতিক্রিয়ায় সন্ত্রাসবাদীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিচালনার ঘটনায় তিন সেনা সদস্য সামান্য আহত হয়েছেন, তাঁদের কারও গুরুতর চোট লাগেনি। বর্তমানে এলাকাটি সম্পূর্ণভাবে সুরক্ষিত করা হয়েছে এবং সেনা ও পুলিশ যৌথভাবে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, হামলায় জড়িত থাকতে পারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম (ULFA)-এর জঙ্গিরা। এলাকাটি আসাম-অরুণাচল প্রদেশ সীমান্তের কাছাকাছি হওয়ায় সন্ত্রাসবাদীরা সীমান্ত পার হয়ে পালিয়ে থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। সেনা ও পুলিশের পক্ষ থেকে আশেপাশের অঞ্চলে বাড়ি বাড়ি তল্লাশি চলছে এবং সমস্ত সন্দেহজনক গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে।
দেখুন আরও খবর: