
কলকাতা: কলকাতার প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম শোভাবাজার রাজবাড়ির পুজো। এবছর শোভাবাজার রাজবাড়ির পুজো ২৬৬ বছরে পদার্পণ করেছে। এদিন সকালে ঘটা করে অন্যান্য বছরের মতোই মহাষ্টমীর পুজো সম্পন্ন হয়েছে শোভাবাজার রাজবাড়িতে।
পুরনো রীতি মেনে সোমবার মহাষ্টমীর সকালে দেবী স্নানের পরে মহাষ্টমীর পুজো আয়োজিত হয়েছে। পুজো চাক্ষুষ করতে দর্শনার্থীদের ভিড় ছিল। এছাড়া রাজ পরিবারের সদস্য যাঁরা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন, প্রতি বছরের মতো পুজো উপলক্ষে তাঁরাও সমবেত হয়েছেন রাজবাড়িতে।
আরও পড়ুন:Durga Puja 2022: মহাষ্টমীতে বেলুড় মঠে সুসম্পন্ন কুমারী পুজো, পূজিতা কোন্নগরের আরাত্রিকা
এদিন সকাল থেকেই শোভাবাজার রাজবাড়িতে ব্যস্ততা তুঙ্গে। চলেছে দেবীর ভোগরান্নার পর্বও। শোভাবাজার রাজবাড়ির পুজো উত্তর কলকাতার বনেদি পরিবারগুলির পুজোর মধ্যে নজরকাড়া অন্যতম পুজো। ১৭৫৭ সালে এই পুজো শুরু করেছিলেন রাজা নবকৃষ্ণ দেব। এরপর সময় বয়ে গিয়েছে। আর বাঙালির দুর্গাপুজোর ঐতিহ্যের সঙ্গে মিলেমিশে গিয়েছে শোভাবাজার রাজবাড়ির এই পুজো।