Thursday, September 18, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollচোখে দেখতে না পেয়েও ১৫ বছর ধরে সাইকেল সারান!

চোখে দেখতে না পেয়েও ১৫ বছর ধরে সাইকেল সারান!

বিশ্বকর্মা পুজোয় মিলল জীবন্ত বিশ্বকর্মার খোঁজ

শান্তিপুর: দৃষ্টিশক্তি হারিয়েছেন বহু বছর আগে। তবুও থেমে থাকেননি। নদীয়ার (Nadia) শান্তিপুর (Shantipur) ব্লকের বাথানগাছি এলাকার বাসিন্দা কৃষ্ণ ধন সরকার গত ১৫ বছর ধরে হাতের আন্দাজেই একের পর এক সাইকেল, টলি ভ্যান, রিক্সা সাড়াই করে চলেছেন (District News)।

এক সময় জাতীয় সড়কের ধারে তাঁর সাইকেলের দোকান ছিল। দৃষ্টি হারানোর পর বাড়িতেই ছোট দোকান খুলে নেন তিনি। আশ্চর্যের বিষয়, চোখে দেখতে না পেলেও চাকার লিকো থেকে শুরু করে ভ্যান-রিক্সার খুঁত ঠিক করে দেন অনায়াসে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে গ্রাহকেরা বলছেন, ‘‘এমন কাজ ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়।’’

আরও পড়ুন: পাশকুঁড়ায় ১২ ঘণ্টার বন্ধ, বিকেলে বিজেপির ঝাঁটা মিছিল

পঞ্চায়েত সদস্যরাও স্বীকার করছেন, কৃষ্ণ ধন বাবু তাঁদের কাছে এক জীবন্ত বিশ্বকর্মা। রাজ্যের মানবিক ভাতা পেলেও আর্থিক কষ্টে আছেন তিনি। পরিবারের দাবি, সরকার যদি সাহায্যের হাত বাড়ায় তবে অনেকটা স্বস্তি মিলবে। বিশ্বকর্মা পুজোর দিনে এই দৃষ্টিহীন মেকানিকের জীবনসংগ্রাম কুর্নিশের দাবি রাখে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News