Thursday, August 28, 2025
HomeScrollউকিলকে লক্ষ্য চলল ৪-৫ রাউন্ড গুলি, গ্রেফতার ১

উকিলকে লক্ষ্য চলল ৪-৫ রাউন্ড গুলি, গ্রেফতার ১

নদিয়া: বছরের প্রথমদিনেই কৃষ্ণনগরে (Krishnanagar) উত্তেজনা ছড়াল। বুধবার জেলা দায়রা আদালতে (District Court Nadia) উকিলকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড চলল গুলি। ঘটনায় গ্রেফতার ১। অভিযুক্তকে ৪ দিনের পুলিশি হেফাজত নির্দেশ দিয়েছে আদালত। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতয়ালী থানার অন্তর্গত ভান্ডারখোলা পঞ্চায়েতের পানি নালা এলাকায়।

সূত্রে খবর, এদিন উকিল সুমন ঘোষ তাঁর নিজের জায়গায় বেড়া দেখছিলেন। কারণ সেই জায়গার উপর দিয়ে বেআইনিভাবে মাটি কাটা হয়েছে। সুমন জানান একজন মাটি মাফিয়া প্রত্যেক জায়গাতে গায়ের জোরে জবরদখল করে নিচ্ছে জমি। বেআইনিভাবে মাটি কেটে বিক্রি করে। যেহেতু তার জমির উপর দিয়ে যাতায়াত কর সঙ্গে। এরপরই একাধিক বোমা এবং বন্দুক নিয়ে তাকে লক্ষ্য করে ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনার পর কৃষ্ণনগর কোতয়ালী থানার পুলিশ অভিযোগ দায়ের করেন সুমন ঘোষ। ঘটনার পর অধরা অভিযুক্ত। অভিযুক্তদের খুঁজে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতয়ালী থানার পুলিশ।

আরও পড়ুন:জাল পাসপোর্টকাণ্ডে গ্রেফতার আরও ১

অন্য খবর দেখুন

Read More

Latest News