Friday, October 24, 2025
HomeScrollহাইকোর্টের নির্দেশ উপেক্ষা, বাংলাদেশে পাঠানো ছয় ভারতীয় নাগরিকের জন্য কেন্দ্রীয় সরকারের ভূমিকা...
TMC

হাইকোর্টের নির্দেশ উপেক্ষা, বাংলাদেশে পাঠানো ছয় ভারতীয় নাগরিকের জন্য কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সরব তৃণমূল

অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম

বীরভূম: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ সত্ত্বেও ছয়জন ভারতীয় নাগরিককে বাংলাদেশ (Bangladesh) থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোন পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম।

রামপুরহাট মহকুমার মুরারয় ও পাইকরের ছয়জন বাসিন্দা কর্মসূত্রে দিল্লিতে অবস্থান করছিলেন। বাংলায় কথা বলার কারণে তাদের বাংলাদেশী তকমা দিয়ে অন্যায়ভাবে ওপার বাংলায় পাঠানো হয়েছে। এই ছয়জনের মধ্যে একজন অন্তঃসত্ত্বা, সোনালী খাতুন। এই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সামিরুল ইসলাম।

আরও পড়ুন: হাওড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের নবান্নের উদ্দেশে পদযাত্রা

২৬ সেপ্টেম্বর হাইকোর্ট নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে ছয়জনকে দেশে ফিরিয়ে আনার। তবে এখনও পর্যন্ত বিধান কার্যকর হয়নি। সামিরুল ইসলাম অভিযোগ করেন, “বাংলা বিরোধী কেন্দ্রীয় বিজেপি সরকার আদালতের নির্দেশ মানছে না। বাংলাদেশও তাদের ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং ঢাকায় ভারতীয় হাই কমিশনকে ভারতে পাঠানোর ব্যবস্থা করতে বলেছে।”

তিনি আরও বলেন, “এই অন্যায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালানো হবে, এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের এই কাজের জবাব দেবে।”

দেখুন আরও খবর:

Read More

Latest News