Friday, September 5, 2025
HomeScrollবীরভূমে যুবক খুনে গ্রেফতার ৫

বীরভূমে যুবক খুনে গ্রেফতার ৫

ঘটনায় গ্রেফতার দোয়েল দাস সহ চারজন

বীরভূম: বোলপুরের (Bolpur) বিবেকানন্দ পল্লীতে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে দুর্গাপুর থেকে ৩ সদস্যের ফরেন্সিক প্রতিনিধি দল, সঙ্গে বোলপুর থানার ঘটনার তদন্তকারী অফিসাররা। ঘটনায় গ্রেফতার দোয়েল দাস সহ চারজন (District News)।

বুধবার সকালে বীরভূমের বোলপুর পৌরসভার অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ড বিবেকানন্দ পল্লী ক্যানেল পাড়াতে পুকুরের পাড়ে এক মাচা থেকে রোহিত সাউ নামে এলাকার এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর যায় বোলপুর থানায়। খুনের নেপথ্যে নাম উঠে আসে দোয়েল দাস নামে এক মহিলা ও তার পরিবারের। স্থানীয়রা দোয়েল দাস ও তার পরিবারের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি করে সরব হন। দোয়েল দাস এর পরিবারের উপর চড়াও হয় স্থানীয়রা। স্থানীয়দের জনরোষের মুখে পড়ে উপযুক্তরা। পুলিশ তাদের উদ্ধার করতে হিমশিম খায়। বিরাট উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরে দোয়েল দাস সহ চারজনকে পুলিশ গ্রেফতার করে।

আরও পড়ুন: ভেঙে ফেলা হচ্ছে হলদিয়ার আইকনিক হলদিয়া গেট

ইতিমধ্যেই বোলপুর থানার পুলিশ দোয়েল দাস ও তার পরিবার মোট চারজনকে গ্রেফতার করেছে। এদিনই ধৃতদের বোলপুর আদালতে তোলা হবে। অন্যদিকে, রোহিত সাউ যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কারণ কী? আত্মহত্যা নাকি খুন ? পরিষ্কার করতে ঘটনাস্থল থেকে ফরেনসিকের টিম নমুনা সংগ্রহ করে। পাশাপাশি, অভিযুক্ত দোয়েল দাসের বাড়িতে ফরেনন্সিক তদন্তকারী অফিসাররা যায়। সেখানেও ক্যামেরায় ছবি বন্দি করে তদন্তকারীরা। পাশাপাশি নমুনা সংগ্রহ করে।

দেখুন আরও খবর:

Read More

Latest News