Saturday, August 23, 2025
HomeScrollউত্তরাখণ্ডের পর রাজস্থান, লিভ ইন সম্পর্কে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

উত্তরাখণ্ডের পর রাজস্থান, লিভ ইন সম্পর্কে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

জয়পুর: লিভ ইন সম্পর্কে (Live in Relation) যথেচ্ছাচার, লাগামছাড়া পরিস্থিতি, পরিবারের অসম্মতির জন্য এবার এই সম্পর্ককে বাঁধতে চাইছে রাজ্যের সরকারগুলি (Rajasthan Government)। প্রথম পদক্ষেপ নিয়েছে উত্তরাখণ্ড (Uttarakhand)। এবার সেই একই পথে হাঁটল রাজস্থান।

এবার বিজেপি শাসিত (Bjp Rule) এই রাজ্যেও বাধ্যতামূলক হল লিভ ইন সম্পর্কের রেজিস্ট্রেশন (Registration)। ইতিমধ্যেই উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) কার্যকর হয়েছে। সেখানেই বলা আছে লিভ ইন সম্পর্কে রেজিস্ট্রেশন করাতে হবে। এবার রাজস্থান সরকারও এই নির্দেশ দিল। নির্দেশিকায় বলা হয়েছে, যারা লিভ ইন সম্পর্কে থাকছেন, তাদের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করাতেই হবে।

আরও পড়ুন: আইনের চোখে সব ভারতীয় ভারতের বাসিন্দা, কোনও রাজ্যের নয়: সুপ্রিম কোর্ট

রাজ্য সরকারকে জানানো হয়েছে, একটি সরকারি পোর্টাল তৈরি করতে, সেখানে লিভ ইন সম্পর্কের রেজিস্ট্রেশন সম্পর্কের রেজিস্ট্রেশন করাতে হবে এই যুগলকে।

রাজস্থান হাইকোর্টে (Rajasthan High Court) একাধিক আবেদন জমা পড়েছিল লিভ ইন সম্পর্কে থাকা যুগলদের। পরিবারের সম্মতি না থাকায় তারা আদালতের কাছ থেকে সুরক্ষার আর্জি জানিয়েছিলেন।  বিচারপতি অনুপ ধান্দের একক বেঞ্চ জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত কোনও আইন চালু হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত যুগলদের কর্তৃপক্ষের অধীনে রেজিস্টার হতে হবে।

যে শর্তগুলি মানতে হবে, তা হল যুগলকে সম্পর্কে থাকতে হলে একটি চুক্তিপত্র লাগবে। লিভ ইন সম্পর্কে থেকে পরিবার পরিকল্পনা করছেন কি না, সন্তানের জন্ম হলে তার শিক্ষা, স্বাস্থ্যের যাবতীয় পরিকল্পনা উল্লেখ করতে হবে সেই চুক্তিতে। যদি সম্পর্কে থাকা মহিলা চাকুরিরতা হন বা নিজের উপার্জনকারি না হন, তবতে সঙ্গীর কী কী দায়িত্ব থাকে তাও সেখানে উল্লেখ করতে হবে সেই চুক্তিতে। লিভ ইন সম্পর্ক নিয়ে কোনও আইন তৈরি না হচ্ছে, ততক্ষণ এই বিষয়টি দেখবে কর্তৃপক্ষই। জেলাস্তরে সম্পর্কের রেজিস্ট্রেশন হবে। যুগল যদি পরবর্তীকালে কোনও সমস্যায় পড়েন, তার অভিযোগ শুনবে কর্তৃপক্ষ।

রাজস্থান হাইকোর্টের বিচারপতি নির্দেশে উল্লেখ করেছেন, এখনও সমাজ লিভ ইন সম্পর্ককে অনুমোদন দেয় না। হিন্দু বিবাহ আইনে লিভ ইন সম্পর্কের কোনও উল্লেখ কিছু নেই। মুসলিম আইনেও এই সম্পর্কের স্বীকৃতি পায় না। তবে এই ব্যাপারে সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল, লিভ ইন সম্পর্ক অবৈধ নয়। এটি দুটি মানুষের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।

দেখুন অন্য খবর:

Read More

Latest News