Tuesday, August 26, 2025
HomeScrollফের অস্ত্র উদ্ধার শহরে

ফের অস্ত্র উদ্ধার শহরে

কলকাতা: ফের শহরে উদ্ধার অস্ত্র। ৪৮ ঘণ্টার মধ্যে ফের তিলোত্তমা থেকে উদ্ধার বেআইনি অস্ত্র। আগে প্রগতি ময়দান আর এবার আনন্দপুর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণের বেআইনি অস্ত্র। ঘটনায় গ্রেফতার ২।

এক মহিলা এবং এক যুবকের থেকে উদ্ধার হয়েছে ১১টি আগ্নেয়াস্ত্র সহ বুলেট। ঘটনায় দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ইদ-রামনবমীতে নিরাপত্তার চাদরে মোড়া শহর, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের

এস টি এফ এর পক্ষ থেকে গোপন সূত্রে আগেই খবর ছিল বেআইনি অস্ত্র কারবারের। আর তারপরেই রবিবাসরীয় দুপুরবেলায় আনন্দপুরের নোনাডাঙা সবুজ সংঘের কাছে অভিযান চালায় এসটিএফ। সেখান থেকেই গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতদের নাম আজিজ মোল্লা (৩৬) ও ময়না মাজি।

যারা যাচ্ছে বেশ কয়েকটি বাক্সের ভিতর থেকে ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। কিন্তু এতগুলি অস্ত্র কোথায় নিয়ে যাচ্ছিলেন তারা তা এখনও জানা যায়নি। তদন্ত করে জানার চেষ্টা চলছে।

তবে এস টি এফ এর সন্দেহ এই অস্ত্র পাচার চক্রে আরও অনেকে জড়িত রয়েছে। দুজনকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ চলছে, বাকিদের হদিস পাওয়ার খোঁজে।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News