কলকাতা: রাজ্যে SIR (Special Intensive Revision)-এর শুনানিকে (Hearing) ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এ বার এই শুনানিতে ডাক পেলেন রাজ্যের আরও এক মন্ত্রী। সূত্রের খবর, রাজ্যের নারী ও শিশু উন্নয়ন দফতরের মন্ত্রী শশী পাঁজাকে (Shashi Panja) রবিবার শুনানির জন্য তলব করা হয়েছে। তিনি দুপুর ২টোয় কলকাতার কেশব অ্যাকাডেমিতে হাজির হবেন বলে জানা গিয়েছে।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও রাজ্যের আর এক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য SIR-এর শুনানির জন্য ডাক পেয়েছিলেন। পরপর দুই মন্ত্রীকে তলব করায় বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
আরও পড়ুন: শীতের বিদায় ঘণ্টা! এক ধাক্কায় স্বাভাবিকের উপরে কলকাতার তাপমাত্রা
সূত্রের দাবি, প্রশাসনিক ও আর্থিক কিছু বিষয় নিয়ে এই শুনানি অনুষ্ঠিত হতে পারে। তবে শুনানির নির্দিষ্ট বিষয়বস্তু কী, সে সম্পর্কে স্পষ্ট তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। শশী পাঁজার উপস্থিতিকে ঘিরে কেশব অ্যাকাডেমি চত্বরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।
রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই শুনানি বিশেষ তাৎপর্যপূর্ণ। বিরোধীরা বিষয়টিকে হাতিয়ার করে রাজ্য সরকারকে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, শাসক শিবিরের বক্তব্য—আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করা হবে।
সব মিলিয়ে, শশী পাঁজার এই শুনানি রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।







