Wednesday, October 22, 2025
HomeScrollঅস্তিত্ব রক্ষার লড়াইয়ে মরিয়া আওয়ামী লিগ, মিছিলেই গ্রেফতার ১৩১
Bangladesh Election Commission

অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মরিয়া আওয়ামী লিগ, মিছিলেই গ্রেফতার ১৩১

বাংলাদেশে বিক্ষিপ্ত মিছিল হাসিনার দলের, কড়া অবস্থানে ঢাকার পুলিশ

ওয়েবডেস্ক- বাংলাদেশে নির্বাচন (Bangladesh Election)  ঘিরে হাওয়া গরম হচ্ছে। হাসিনার (Hasina) দলকে ভোটে বয়কট করেছে নির্বাচন কমিশন (Bangladesh Election Commission) । তার পর থেকেই জীবন মরণ পণ করে রাস্তায় নেমেছে ‘নিষিদ্ধ’ আওয়ামী লিগ (Awami League)। বিভিন্ন জেলা ও প্রত্যন্ত এলাকাগুলিতে মিছিল শুরু করেছে আওয়ামী লিগ। এদিকে এই কর্মসূচিতে থেকে ১৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মসনদে অন্তর্বর্তী সরকার। ক্ষমতায় রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস (Muhammad Yunus) । ক্ষমতায় আসার পরেই ক্ষমতাসীন দল আওয়ামী লিগকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইউনুস সরকার। ফলে আগামী নির্বাচনে শেখ হাসিনার দল লড়তে পারবে না। রাজনৈতিক ময়দান থেকে নিজেদের সরাতে রাজি নয় আওয়ামী লিগ।

আরও পড়ুন- বাংলাদেশ নির্বাচনে থেকে বাদ আওয়ামী লিগ: কী জানাল কমিশন

ফলে চতুর্দিকে বিক্ষিপ্ত ভাবে কর্মসূচি শুরু করেছে দলের নেতা-কর্মীরা। অঘোষিত এই কর্মসূচিতে শহরের বিভিন্ন প্রান্তে মানুষ জমায়েত করেছে। পুলিশের দাবি, নিষিদ্ধ ওই সংগঠনের কর্মসূচি থেকে বোমা ছোড়া হয়েছে। দফায় দফায় চলেছে বিস্ফোরণ চলেছে।

কড়া অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশও (Dhaka Metropolitan Police) । মিছিলে অংশগ্রহণকারীদের দেখামাত্র গ্রেফতার করা হয়েছে।  কোথাও কোথাও পুলিশ বল প্রয়োগ করে আওয়ামী লিগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের ১৩১ জনকে গ্রেফতার করেছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News