ওয়েব ডেস্ক: ২০২৫ সালে কি পৃথিবীর উপর ধেয়ে আসছে বড় বিপদ? বাবা ভাঙ্গা ও নস্ট্রাডামুসদের ভবিষ্যদ্বাণী শুনে উত্তাল বিশ্ব রাজনীতি। নতুন বছরে পা রাখার পরই অশনি সংকেত। কী হতে চলেছে নতুন বছরে? কোন প্রতিকূলতা অপেক্ষা করছে পৃথিবীবাসীর জন্য?
বাবা ভাঙ্গা ও নস্ট্রাডামুসের ভবিষ্যদ্বাণীকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। তারা যে ঘটনাগুলিকে ভবিষ্যদ্বাণী করেছেন তা অনেক সময়ই বাস্তবে ঘটে গিয়েছে। যা মানুষকে আরও উদ্বিগ্ন করে তোলে। তারা কী বলছেন ২০২৫ সম্পর্কে?
আরও পড়ুন: ফের নাটক দক্ষিণ কোরিয়ায়, প্রেসিডেন্ট পাকড়াও অভিযান ব্যর্থ পুলিশের
বুলগেরিয়ার বাসিন্দা বাবা ভাঙ্গা। প্রায় ৩০ বছর আগে মৃত্যু বরণ করেছন। ১৯৯৬ সালে মারা গিয়েছিলেন তিনি। জীবিতকালে তিনি বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করেছিলেন যা আজকের দিনে দাঁড়িয়ে সত্যি হয়েছে। যেমন প্রিন্সেস ডায়নার মৃত্যু, ৯/১১, ব্রেক্সিট প্রভৃতি।
বাবা ভাঙ্গা বলেছেন, ইউরোপে ২০২৫ সালে একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে। যার ফলে বাড়বে ইউরোপিয়ানদের দুর্ভোগ। যুদ্ধের শেষে রাশিয়া টিকে থাকবে। শুধুমাত্র ইউরোপে নয়। দেশটির শক্তি বৃদ্ধি ঘটবে একাধিক দেশে। এছাড়াও তিনি প্রাকৃতিক বিপর্যয় নিয়ে সতর্ক করেছিলেন। যা পৃথিবীতে বড় মাপের বদল ঘটাতে পারে।
নস্ট্রাডামুসের করা ভবিষ্যদ্বাণীতেও রয়েছে ব্রিটেনের উদ্দেশ্যে করা করা কয়েকটি অন্ধকার অধ্যায়। ব্রিটেন কি নতুন কোনও রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হবে? অস্তিত্ব সংকট দেখা দেবে তাদের? এই দুজন পৃথিবী নিয়ে একাধিক ভবিষ্যদ্বাণী করছেন। যার মধ্যে অন্যতম ভিনগ্রহীদের সঙ্গে মানুষের যোগাযোগ, ইউরোপে সন্ত্রাসী হামলা ও রাজা চার্লসের মৃত্যুদণ্ড।
সবচেয়ে চাঞ্চল্যকর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী। তাঁর সম্পর্কে বাবা ভাঙ্গা ও নস্ট্রাদামাদের বলেছেন রাশিয়ার নায়কের বিরুদ্ধে হতে পারে খুনের ষড়যন্ত্র। বাস্তবে যদি এমনটা হয় তবে রাশিয়া কি নিজের শক্তি ধরে রাখতে পারবে?
দেখুন আরও খবর: