Friday, August 29, 2025
HomeScrollগ্র্যামি জিতে ইতিহাস গড়লেন ‘কৃষ্ণাঙ্গ’ বিয়ন্সে

গ্র্যামি জিতে ইতিহাস গড়লেন ‘কৃষ্ণাঙ্গ’ বিয়ন্সে

ওয়েব ডেস্ক: প্রত্যেকবারের মতোই এবারও লস অ্যাঞ্জেলসে বসেছে গ্র্যামির (67th Annual Grammy Awards) আসর। ৬৭তম গ্র্যামির জৌলুস আরও বাড়িয়ে তুললেন বিয়ন্সে (Beyoncé)। গ্র্যামির মঞ্চে ফের ইতিহাস গড়লেন বিয়ন্সে। দীর্ঘ অপেক্ষার শেষে এল জয়। শুধু তাই নয় সবচেয়ে বেশিবার মনোনয়নের রেকর্ডও ছিল বিয়ন্সে গিজেল নোলস (Beyoncé Giselle Knowles)। ৫০ বছর পর এই প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী গ্র্যামি জিতেছেন বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে।

গতবছর মুক্তি পেয়েছিল বিয়ন্সের অ্যালবাম কাউবয় কার্টার (Cowboy Carter)। কান্ট্রি মিউজিকের এই অ্যালবামের জন্যই ১১টি গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে, ৫০ বছর পর এই প্রথম কোনও কৃষাঙ্গ সংগীতশিল্পী গ্র্যামি জিতলেন। এই পুরস্কার জেতার জন্য বিয়ন্সেকে দীর্ঘ ২৫ বছর অপেক্ষা করতে হয়েছে। তাঁর দীর্ঘ কেরিয়ারের এক নতুন অধ্যায়ের শুরুর। পুরষ্কৃত হওয়ার পর তামাম দর্শক তখন তাঁকে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছে, বিয়ন্সে বললেন ‘আমি আজ পরিপূর্ণ, সম্মানিত।

 

View this post on Instagram

 

A post shared by Variety (@variety)

আরও পড়ুন: ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজে কলকাতার রাজনীতি আর গ্যাংস্টার..

বিয়ন্সের হাতে গ্র্যামি তুলে দেন টেইলর সুইফট। অ্যাওয়ার্ড নিয়ে বিয়ন্সে বলেন, আমি সবাইকে অনুপ্রেরণা জোগাতে চাই যেন নিজের আগ্রহ নিয়েই যেন সকলে কাজ করেন। সেই সকল মানুষদের যারা শহরের হওয়া যাওয়া দাবানল দুর্ঘটনায় জানপ্রাণ দিয়ে মোকাবিলায় করেছেন। পুরো দর্শক তখন তাকে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানালে।

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News