কলকাতা: বিদ্যালয়ের ত্রুটির কারণে যেসব পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার (Secondary Education) এনরোলমেন্ট ও এডমিট কার্ড পাননি, তাঁদের জন্য বড় বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, মধ্যশিক্ষা পর্ষদের তরফে অনলাইন এনরোলমেন্ট পোর্টাল ফের খোলা হচ্ছে।
পর্ষদ সূত্রে জানানো হয়েছে, আগামী ২৭ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে অনলাইন এনরোলমেন্ট পোর্টাল। এই সময়ের মধ্যেই বঞ্চিত পরীক্ষার্থীরা পুনরায় আবেদন করে এনরোলমেন্ট ও এডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুন: সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে হলফনামা তলব হাইকোর্টের!
রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্রছাত্রীদের স্বার্থ সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার পায়। বিদ্যালয়ের গাফিলতির কারণে যে সকল যোগ্য পরীক্ষার্থী ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড থেকে বঞ্চিত হয়েছে, তাদের স্বার্থরক্ষায়…
— Bratya Basu (@basu_bratya) January 24, 2026
শিক্ষামন্ত্রী তাঁর পোস্টে স্পষ্ট করেছেন, পরীক্ষার্থীদের স্বার্থেই এই বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে, যাতে বিদ্যালয়ের গাফিলতির খেসারত ছাত্রছাত্রীদের দিতে না হয়। ফলে বহু পরীক্ষার্থীর মধ্যেই স্বস্তি ফিরেছে।
উল্লেখ্য, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। হাতে সময় কম থাকায় পর্ষদের এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে শিক্ষামহল।







