মালদা: রক্তাক্ত মালদা (Malda)। প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার ইংরেজবাজার পুরসভার কাউন্সিলার। জখম কাউন্সিলারের নাম দুলাল সরকার (Dulal Sarkar) ওরফে বাবলা। তিনি পুরসভার ২২নং ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি (District Trinamool vice president) ।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি বাইকে চেপে তিনজন দুষ্কৃতী এসে তৃণমূল নেতা দুলাল সরকারকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। একটি গুলি লাগে তার শরীরে। প্রাথমিকভাবে খবর গুলি লেগেছে তার মাথায়। খুব কাছ থেকে তার উপর গুলি চালানো হয়েছে। কাউন্সিলারকে লক্ষ্য করে পর তিনটে গুলি চালানো হয়।
আরও পড়ুন: প্রয়াত চিত্রপরিচালক অরুণ রায়, শোকস্তব্ধ টলিউড
তাই ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে গুলিবিদ্ধ, তৃণমূল নেতা বাবলা সরকারের অবস্থা যথেষ্টই সংকটজনক বলে জানা গেছে।
দেখুন অন্য খবর-