ওয়েবডেস্ক- পঞ্জাবে (Punjab) হত্যাকাণ্ডে চাঞ্চল্য। পঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজিপি মুহাম্মদ মুস্তাফা (Former DGP Mohammed Mustafa) ও তার স্ত্রী রাজিয়া সুলতানকে (Former Minister Razia Sultan) তাঁদের হত্যাকাণ্ডের অভিযোগে মামলা করা হয়েছে। সেই তাদের মেয়ে ও পুত্রবধূর বিরুদ্ধেও একই মামলা হয়েছে। গত আগস্টে ৩৫ বছর বয়সি আকিল আখতার (Aqil Akhtar) তার বিরুদ্ধে তাকে মারে মারার কথা জানিয়ে পরিবারের সদস্যদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
গত ১৬ অক্টোবর রাতে পাঞ্চকুলায় তার বাড়িতে থেকে আকিলের অচৈতন্য দেহ উদ্ধার হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানা। পরিবার জানায়, আকিল মাদকাসক্ত ছিল। অতিরিক্ত মাদক সেবনের কারণেই মৃত্যু হয়েছে। অপরদিকে পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে এই মৃত্যু। এই ঘটনায় সব থেকে বড় চাঞ্চল্য আকিলের মৃত্যুর দুদিন পরে তার বাবার সঙ্গে তার স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা সামনে আসে।
আগস্ট মাসে ধারণ করা ভিডিওটিতে আকিল দাবি করেছেন যে তাঁর বাবা মুস্তফা এবং তার স্ত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। “আমি আমার বাবার সঙ্গে আমার স্ত্রীর সম্পর্কের কথা জানতে পেরেছি। আমি অনেক চাপ এবং মানসিক আঘাতের মধ্যে আছি। আমি কী করব বুঝতে পারছি না। আমার প্রতিদিনই মনে হয় যে তারা আমাকে মিথ্যা মামলায় ফাঁসাবে। আকিল আরও জানান, মা ও বোনও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের পরিকল্পনা আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢোকানো না হলে আমাকে খুন করা। আকিলের আরও দাবি, যে তার সন্দেহ ছিল যে তার বাবা তার স্ত্রীকে বিয়ের আগে থেকেই একে অপরকে চিনতেন। প্রথম দিন থেকেই স্ত্রী আমার সাথে থাকতে অস্বীকৃতি জানিয়েছিল। আমি সব সময় মানসিক চাপে থাকতাম। বুঝতে পারতাম না কী করব। আমার কি বার কাউন্সিলের পরীক্ষা পাস করে সুরক্ষার জন্য আবেদন করা উচিত?” তার আরো দাবি, পরিবার তার কাছ থেকে সমস্ত টাকা কেড়ে নিয়েছে।
আরও পড়ুন- দিল্লির দূষণে সুপ্রিম সমালোচনায় প্রাক্তন নীতি আয়োগের সিইও কান্ত
আকিলের মা রাজিয়া সুলতানা মালেরকোটলার প্রাক্তন বিধায়ক ছিলেন। ২০১৭-২০২২ সাল পর্যন্ত পঞ্জাবের কংগ্রেস সরকারে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে তিনি মালেরকোটলা থেকে হেরে যান।
আখিল আখতারের স্ত্রী, যিনি একজন গৃহিণী তার পাঁচ বছরের ছেলে এবং সাত বছরের মেয়ে রয়েছে। বাবা মোহাম্মদ মুস্তফা ১৯৮৫ ব্যাচের আইপিএস অফিসার। ২০২১ সালে পাঞ্জাব পুলিশ থেকে অবসর গ্রহণ করেন এবং পরে কংগ্রেসে যোগ দেন।
ডেপুটি পুলিশ কমিশনার সৃষ্টি গুপ্তা জানিয়েছেন, ঘটনায় সিট গঠন করে তদন্ত করা হচ্ছে।
দেখুন আরও খবর-