Thursday, September 4, 2025
HomeScrollহিন্দমোটরে আচমকা হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, কিন্তু কেন?

হিন্দমোটরে আচমকা হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, কিন্তু কেন?

সাতসকালে ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

হুগলি: উত্তরপাড়া (Uttarpara) পুর এলাকায় কেন্দ্রীয় তদন্তকারীর অভিযান। হিন্দমোটরে (Hindmotor) আচমকা হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মোতায়েন রয়েছে আধাসেনা। এই ঘটনায় সাতসকালে ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে।

সাতসকালে হিন্দমোটরে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দলের। নিরাপত্তার স্বার্থে তাঁদের সঙ্গে মোতায়েন আধাসেনা। হঠাৎ এমন অভিযান ঘিরে চারিদিকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীরা উত্তরপাড়া পুরসভার অন্তর্গত একাধিক এলাকায় নজরদারি চালাচ্ছেন। শুধু হিন্দমোটরেই নয়, পাশাপাশি মাখলা ও কানাইপুর এলাকাতেও অভিযানের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বুধে উত্তর থেকে দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া? দেখুন

তবে আচমকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানের প্রকৃত কারণ এখনও স্পষ্ঠ নয়। তবে তদন্তকারীদের হঠাৎ তৎপরতায় বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে। স্থানীয় প্রশাসনও সতর্ক রয়েছে বলে সূত্রের খবর। তবে এলাকাজুড়ে এখন একটাই প্রশ্ন—কেন এই অভিযান? যদিও, তদন্ত এগোলে তবেই স্পষ্ট হবে এর পিছনে আসল কারণ।

দেখুন খবর: 

Read More

Latest News