কলকাতা: জয় জোহার! করম পুজোর সকালে এক্স হ্যান্ডেলে আদিবাসীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যাণ্ডেলে লিখলেন, “জয় জোহার! পবিত্র করম পরব উপলক্ষে সারা বাংলা তথা ভারতবর্ষের তথা সারা বিশ্বের সমস্ত আদিবাসী মানুষকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের রাজ্যে আজকের এই পবিত্র দিনে প্রথমে আমরা সেকশনাল হলিডে ঘোষণা করেছিলাম। পরে আমরা আরও এগিয়ে দিনটিকে স্টেট হলিডে ঘোষনা করেছি। ১৫ই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মদিবসও আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি ও ওই দিনটিতেও আমরা সরকারী ছুটি ঘোষণা করেছি।পন্ডিত রঘুনাথ মুর্মু’র জন্মদিনে এবং হুল দিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে। আদিবাসী মানুষদের প্রতি আমাদের অকুন্ঠ শ্রদ্ধার নিদর্শন হল এইসব সিদ্ধান্ত।”
জয় জোহার!
পবিত্র করম পরব উপলক্ষে সারা বাংলা তথা ভারতবর্ষের তথা সারা বিশ্বের সমস্ত আদিবাসী মানুষকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।
আমাদের রাজ্যে আজকের এই পবিত্র দিনে প্রথমে আমরা সেকশনাল হলিডে ঘোষণা করেছিলাম। পরে আমরা আরো এগিয়ে দিনটিকে স্টেট হলিডে ঘোষণা করেছি।
১৫ই নভেম্বর ভগবান…
— Mamata Banerjee (@MamataOfficial) September 3, 2025
আরও পড়ুন: শুরু হচ্ছে জিএসটি কাউন্সিল বৈঠক, কী বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার মনে করিয়ে দিলেন, আদিবাসী ভাই- বোনেদের শ্রদ্ধা জানাতেই করম পুজো, বিরসা মুন্ডা, পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন ও হুল দিবসে ছুটি ঘোষণা করেছেন।
দেখুন খবর: